26 C
আবহাওয়া
১২:৩১ অপরাহ্ণ - জানুয়ারি ৫, ২০২৫
Bnanews24.com
Home » জাবি অধ্যাপকের ছেলে নিখোঁজ

জাবি অধ্যাপকের ছেলে নিখোঁজ

প্রয়োজনে শতভাগ টিকেট অনলাইনে : রেলমন্ত্রী

বিএনএ, জাবি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক এ. এইচ. এম. সা’দৎ এর ছেলে শামসুল আরেফিন সাদ নিখোঁজ হয়। গত ৯ জুন বাসা থেকে বের হয়ে সে আর ফিরে আসেনি।এ ঘটনায় শামসুল আরেফিন সাদের পিতা অধ্যাপক এ.এইচ.এম সা’দৎ সাভার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

জানা যায়, গত ৯  জুন ভোরে বাসা থেকে বের হয় সাদ। পরে আর বাসায় ফিরেনি সে। তার বয়স ১৫ বছর। উচ্চতা ৫ ফুট ৮ ইঞ্চি। শামসুল আরেফিন সাদ সাভার সেনা পাবলিক স্কুল এন্ড কলেজের দশম শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্র।

এ বিষয়ে অধ্যাপক এ. এইচ. এম. সা’দৎ বলেন, ‘সাদ বিনয়ী ভদ্র ইন্ট্রোভার্ট একটা ছেলে। গত ৯ তারিখ সকালে বের হয়েছে বাসা থেকে। কাউকে কিছু বলে যায়নি। সে স্কুলেও সে যায়নি কারণ স্কুল ড্রেস বাসায় আছে। সে শুধুমাত্র মোবাইল এবং মোবাইল ফোনের চার্জার নিয়ে বের হয়েছে।’

‘সে কোন ট্রাপে পরলো কিনা এটা নিয়ে আমি চিন্তিত। স্কুল এবং এলাকার বন্ধুদের বাহিরে ফ্রি ফায়ার গেম খেলতো সে। সে সূত্র ধরে ভার্চুয়াল একটা সার্কেল ওর আছে।অনেকজনকেই সে চেনে। হয়তো এই সার্কেলের দ্বারাও ট্রাপের শিকার হতে পারে।’

তিনি আরও বলেন, ‘সাভার পিজ্জা ক্লাবে সে প্রায় যেতো। গত সপ্তাহে চারদিন গিয়েছে। পিজ্জা খাওয়া ওর উদ্দেশ্য ছিলো বলে আমার মনে হয় না ওখানে সে যেতো কোন গ্রুপের সাথে দেখা করতে। আমার মনে হয় পিজ্জা ক্লাবের আশেপাশের সিসিটিভি ফুটেজ দেখলে বিষয়টা পরিস্কার হবে।’

এবিষয়ে আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম কামরুজ্জামান বলেন, ‘অধ্যাপক এ এইচ এম সা’দৎ তার সন্তানের নিখোঁজের ব্যাপারে জিডি করেছেন। আমরা আইন অনুযায়ী তার সন্তানকে খুঁজে পেতে সর্বোচ্চ চেষ্টা করছি।’

বিএনএ/ সানভীর ইসলাম, ওজি

Loading


শিরোনাম বিএনএ