18 C
আবহাওয়া
৮:১০ পূর্বাহ্ণ - জানুয়ারি ৭, ২০২৫
Bnanews24.com
Home » খালেদা জিয়ার মাইল্ড হার্ট অ্যাটাক, হার্টের ৯৯% ব্লক-রিং পরানো হয়েছে: মির্জা ফখরুল

খালেদা জিয়ার মাইল্ড হার্ট অ্যাটাক, হার্টের ৯৯% ব্লক-রিং পরানো হয়েছে: মির্জা ফখরুল

হাসপাতালে যাবেন খালেদা জিয়া

বিএনএ ডেস্ক: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মাইল্ড হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়েছিলেন। তার হার্টের ৯৯ শতাংশ ব্লক দেখা গেছে। সফলভাবে একটি রিং পরানো হয়েছে। চিকিৎসকদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (১১ জুন) দুপুরে ব্রিফিংয়ে এ তথ্য জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, রাতেই খালেদা জিয়ার পরীক্ষা নিরীক্ষা করা হয়। তখন তার শ্বাস কষ্ট শুরু হয়েছিলো। পরে চিকিৎসকরা তার এনজিওগ্রাম করেন।

খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে ব্রিফিংয়ে মির্জা ফখরুল
খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে ব্রিফিংয়ে মির্জা ফখরুল

মির্জা ফখরুল জানান, এনজিওগ্রামে বিএনপি চেয়ারপারসনের হার্টের ৯৯ শতাংশ ব্লক দেখা যায়। একটি রিংপরানোর পর আপাতত তিনি কিছুটা স্বস্তি পাবেন বলে জানিয়েছেন চিকিৎসকরা।

খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবি জানিয়েছে বিএনপি মহাসচিব বলেন, অবিলম্বে বিদেশে পাঠাতে না পারলে তার জীবন হুমকীতে পড়বে। অবিলম্বে তাকে বিদেশে পাঠানোর সুযোগ করে দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, তার জীবন রক্ষার সুযোগ দিন। অন্যথায় কিছু ঘটলে তার সব দায় সরকারকে নিতে হবে।

বিএনএ/ এ আর

Loading


শিরোনাম বিএনএ