14 C
আবহাওয়া
১১:১৬ পূর্বাহ্ণ - জানুয়ারি ২৪, ২০২৫
Bnanews24.com
Home » কুমিল্লায় গাড়ির ধাক্কায় চালক নিহত

কুমিল্লায় গাড়ির ধাক্কায় চালক নিহত


বিএনএ, কুমিল্লা : কুমিল্লার চৌদ্দগ্রামে অন্য গাড়ির পেছনে ধাক্কা দিয়ে সাগর (৩৫) নামে এক ট্রাক চালক নিহত হয়েছেন। শনিবার (১১ মে) রাত ৩টায়  ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম উপজেলার পদুয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ট্রাক চালক পাবনা জেলার সদর উপজেলার পূর্ব আগরপুর গ্রামের বিল্লাল হোসেনের ছেলে।

মিয়াবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম লোকমান হোসেন তথ্যটি নিশ্চিত করেছেন।

তিনি জানান, শুক্রবার রাত ৩টার সময়  ঢাকা থেকে ছেড়ে আসা মালবোঝাই ট্রাক চট্টগ্রামমুখী অজ্ঞাতনামা চলন্ত গাড়ির পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই চালক সাগরের মৃত্যু হয়। মিয়াবাজার ফাঁড়ির পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করা হয়।

দুর্ঘটনা কবলিত মালবাহী ট্রাক ও সাগরের মরদেহ থানায় নিয়ে আসা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে বলে জানান ওসি।

বিএনএনিউজ/ রেহানা/এইচ.এম/হাসনা

Loading


শিরোনাম বিএনএ