25 C
আবহাওয়া
৮:০২ অপরাহ্ণ - ডিসেম্বর ২৪, ২০২৪
Bnanews24.com
Home » রাফাহ থেকে পালাচ্ছে হাজার হাজার ফিলিস্তিনি

রাফাহ থেকে পালাচ্ছে হাজার হাজার ফিলিস্তিনি

মিশর-গাজার সীমান্ত শহর রাফাহয়ে

বিশ্ব ডেস্ক : সারা বিশ্বের সতর্কতা, নিষেধ, অনুরোধ সত্ত্বেও ইসরায়েল কর্তৃক গাজার রাফাহ শহরে ব্যাপক আক্রমণের প্রস্তুতিতে ভীত সন্ত্রস্থ হাজার হাজার ফিলিস্তিনি গাজার অন্যত্র পালিয়ে যাচ্ছে। শহরের উপকণ্ঠে ইসরায়েলি সেনাবাহিনী ও ফিলিস্তিনি জঙ্গিদের মধ্যে ব্যাপক লড়াই চলছে এবং  ত্রাণসামগ্রী পারাপার ব্যাহত হচ্ছে। খবর আরব নিউজের।

জাতিসংঘের এক কর্মকর্তা বলেছেন,গত ৫ দিনে প্রায় ১ লক্ষ ১০ হাজার মানুষ দক্ষিণ গাজা সিটি ছেড়ে পালিয়েছে।

উপকণ্ঠে ইসরায়েলি সেনাবাহিনী ও ফিলিস্তিনি জঙ্গিদের মধ্যে ব্যাপক লড়াইয়ে  খাদ্য ও জ্বালানি সরবরাহ গুরুতরভাবে কমে গেছে।

গত সোমবার ইসরায়েলের সামরিক বাহিনী গাজাবাসীদের পূর্ব রাফাহ ছেড়ে যাওয়ার আহ্বান জানিয়েছে, যা ব্যাপক আন্তর্জাতিক শঙ্কা সৃষ্টি করেছে।

এদিকে গত বৃহস্পতিবার হামাস-ইসরায়েল যুদ্ধ বিরতির ত্রিপক্ষীয় আলোচনা কায়রোতে ভেঙ্গে যায়। হামাস ও ইসরায়েল নিজেদের দাবীতে অনড় থাকায় কাতার, মিশর, যুক্তরাষ্ট্র চুক্তিটি সম্পন্ন করতে পারে নি। তাই ইসরায়েল রাফাহ শহরে ভয়াবহ আক্রমণ চালাতে প্রস্তুতি নিচ্ছে। তার সেনাবাহিনীকে সেভাবে নির্দেশ দেয়া হয়েছে।

সাম্প্রতিক সপ্তাহগুলিতে বিশ্বের  সমস্ত চোখ রাফাহ-এর দিকে রয়েছে, যেখানে গাজার অন্যান্য অঞ্চলের  কয়েক লক্ষ ফিলিস্তিনি  যুদ্ধ থেকে পালিয়ে  রাফাহ শহরে অবস্থান নিয়েছে। সেখানে বর্তমানে প্রায় ১৫ লক্ষ ফিলিস্তিনি অস্থায়ী তাঁবু স্থাপন করে মানবেতর জীবন যাপন করছেন।

গত বছরের ৭ অক্টোবর হামাস দক্ষিণ ইসরায়েলে হামলা চালিয়ে ১,২০০ জন ইসরায়েলিকে হত্যা এবং প্রায় ২৪০ জনকে জিম্মি করার পর হামাস-ইসরাইল যুদ্ধের সূচনা হয়।

হামাসকে ধ্বংস করার প্রতিশ্রুতি দিয়ে, ইসরায়েল একটি প্রতিশোধমূলক আক্রমণ পরিচালনা করেছে যা গাজায় ৩৪ হাজার ৯০০ জনেরও বেশি লোককে হত্যা করেছে, যাদের বেশিরভাগই মহিলা এবং শিশু, হামাস পরিচালিত গাজার  স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে।

বিএনএ,এসজিএন/হাসনা

Loading


শিরোনাম বিএনএ