বিএনএ, মিরসরাই: মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত বীর মুক্তিযোদ্ধা মোমিন সওদাগরের নামাজে প্রথম জানাযা রাষ্ট্রিয় মর্যাদায় সম্পন্ন হয়েছে। বুধবার (১১ মে) বিকেল ৪ টায় মিরসরাই উপজেলা ইদগাহ ময়দানে জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। নয় দুয়ারিয়া মসজিদিয়া এলাকায় নিজ বাড়িতে দ্বিতীয় নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়।
নিহত বীর মুক্তিযোদ্ধা মোমিন সওদাগর ১২ নং খৈয়াছড়া ইউনিয়নের ৮ নং মসজিদিয়া ওয়ার্ডের বাসিন্দা। এর আগে বুধবার ( ১১ মে ) বেলা সাড়ে ১২টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৈতন্যের হাট এলাকায় রাস্তা পার হওয়ার সময় তিশা পরিবহনের একটি বাসের ধাক্কায় নিহত হন।
মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মিনহাজুর রহমানের উপস্থিতিতে ও মিরসরাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেনের কমান্ডে বীর মুক্তিযোদ্ধাকে শসস্ত্র সালামের মাধ্যমে শেষ বিদায় দেওয়া হয়। এসময় শোক প্রকাশ করেন মিরসরাই পৌরমেয়র গিয়াস উদ্দিন, ১২ নং খৈয়াছড়া ইউনিয়ন চেয়ারম্যান মাহফুজুল হক জুনু, সাবেক মেয়র শাহজাহান, উপজেলা মুক্তিযোদ্ধা ডিপোটি কমান্ডার আবুল হাশেম, কামাল পাশা ও অন্যান্য বীর মুক্তিযোদ্ধা বৃন্দ। জানাযা শেষে বীর মুক্তিযোদ্ধাকে ফুল দিয়ে শ্রদ্ধা প্রদর্শন করেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড ও উপজেলা প্রশাসন।
বিএনএ/আশরাফ, এমএফ