18 C
আবহাওয়া
১২:৪৮ পূর্বাহ্ণ - ডিসেম্বর ১৯, ২০২৪
Bnanews24.com
Home » কিশোরদের টিকাদানের অনুমোদন দিল যুক্তরাষ্ট্র

কিশোরদের টিকাদানের অনুমোদন দিল যুক্তরাষ্ট্র


বিএনএ, বিশ্ব ডেস্ক : মহামারি করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় ১২ থেকে ১৫ বছর বয়সীদের ফাইজারের টিকা প্রয়োগের অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ)।

সোমবার অনুমোদনের সংবাদ জানান এফডিএর ভারপ্রাপ্ত কমিশনার জেনেট উডকক।

প্রাপ্ত সব ধরনের তথ্য-উপাত্ত ব্যাপকভাবে যাচাই করার পর এই অনুমোদন দেওয়া হয়েছে বলেও জানান জেনেট উডকক। করোনা মহামারি মোকাবিলায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলেও জানান তিনি।

স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, যুক্তরাষ্ট্রকে সম্পূর্ণ স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে দেশের ৭০ থেকে ৮০ শতাংশ লোককে টিকার আওতায় নিয়ে আসতে হবে। ১৬ বছরের বেশি বয়সী লোকজনকে আগে থেকেই টিকা দেওয়া হচ্ছে। ১২ থেকে ১৫ বছর বয়সীদের জন্য টিকা অনুমোদনের ফলে স্কুলগামী শিক্ষার্থীরা টিকা গ্রহণ করতে পারবে।

ফাইজারের টিকাটি দুই ডোজের। একটি নেওয়ার পর তিন সপ্তাহের মাথায় দ্বিতীয় ডোজ দেওয়া হচ্ছে। আমেরিকার সর্বত্র সংক্রমণ কমে আসছে। ব্যাপকভাবে টিকা দেওয়া হচ্ছে।

যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত প্রায় ২৬ কোটি ডোজ টিকা প্রয়োগ করা হয়েছে।
বিএনএনিউজ/জেবি

Loading


শিরোনাম বিএনএ