26 C
আবহাওয়া
৭:৩০ অপরাহ্ণ - ডিসেম্বর ২৯, ২০২৪
Bnanews24.com
Home » চট্টগ্রামে ১৪ জুয়াড়ি গ্রেপ্তার

চট্টগ্রামে ১৪ জুয়াড়ি গ্রেপ্তার

চট্টগ্রামে ১৪ জুয়াড়ি গ্রেপ্তার

বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রামে ১৪ জন জুয়াড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার ( ১০ মে) নগরের কোতোয়ালী থানাধীন রিয়াজ উদ্দিন বাজার চৈতন্য গলি মুনিরিয়া টাওয়ার থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৩ প্যাকেট তাস, নগদ ২,৭৬০ টাকা ও ৫৫০ ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন-মো. আবুল হোসেন (৩৫), মো. জাকির হোসেন (৩৫), মো. রঞ্জু (৪১), মো. বাবু (২৩), মো. সাকিব (২১), মো. শাজাহান মিয়া (৫৩), মো. সুমন (৩২), মো. রবি হোসেন রণি (২৫), মো. শেখ ফরিদ (২৮),  মো. মাসুদ (৪৮), মো. আবু কালাম (৫২), মো. শহীদুল ইসলাম (৪৩), মো. ইব্রাহীম (২৮) ও মো. আকবর (২৬)।

কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নেজাম উদ্দীন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মুনিরিয়া টাওয়ার এর ৪র্থ তলা ৪০৫ নং কক্ষ থেকে ১৪ জুয়াড়িকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ৩ প্যাকেট তাস, নগদ ২,৭৬০ টাকা ও ৫৫০ ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য ও জুয়া খেলা নিরোধ আইনে দুইটি মামলা হয়েছে।

বিএনএনিউজ২৪/আমিন

Loading


শিরোনাম বিএনএ