27 C
আবহাওয়া
৬:৩৩ অপরাহ্ণ - নভেম্বর ২৭, ২০২৪
Bnanews24.com
Home » ডিজিটাল নিরাপত্তা আইন দিয়ে সরকার নির্বাচনী বৈতরণী পার হতে চায়: ফখরুল

ডিজিটাল নিরাপত্তা আইন দিয়ে সরকার নির্বাচনী বৈতরণী পার হতে চায়: ফখরুল

ডিজিটাল নিরাপত্তা আইন দিয়ে সরকার নির্বাচনী বৈতরণী পার হতে চায়: ফখরুল

বিএনএ: ডিজিটাল নিরাপত্তা আইন দিয়ে সরকার নির্বাচনী বৈতরণী পার হতে চায়। এ মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (১১ এপ্রিল) দুপুরে ডিজিটাল নিরাপত্তার আইন বিষয়ক এক সেমিনারে তিনি এই মন্তব্য করেন। গুলশানে লেকশোর হোটেলে বিএনপির উদ্যোগে ‘ডিজিটাল নিরাপত্তা আইন, গণতন্ত্র এবং সাংবিধানিক কাঠামো’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।

সেখানে তিনি বলেন, ‘এই সরকার কোনো নির্বাচিত সরকার নয়, দখলদারী সরকার। তারা এসব আইন করে ক্ষমতাকে নিরঙ্কুশ করতে চায়। সামনে নির্বাচন- এই নির্বাচনকে সামনে রেখে যেন কেউই রুখে দাঁড়াতে না পারে, কেউ যেন তাদের অন্যায়ের প্রতিবাদ করতে না পারে এবং নির্বাচনে তাদেরকে কেউ যেন বাধা দিতে না পারে তার জন্য এই সমস্ত আইনগুলো করে নিয়ে যাচ্ছে।’

বিএনপি মহাসচিব বলেন, ডিজিটাল নিরাপত্তা আইন দিয়ে নাগরিকদের প্রতিহত করা হচ্ছে। তারা তাদের কথা বলবে না, তারা তাদের অভিযোগগুলো বলবে না, তারা লিখবে না, সাংবাদিকরা যেন না লিখে তার ব্যবস্থা করা হচ্ছে। ঠিক একইভাবে অন্যান্য আইনগুলো দিয়ে আজকে এই নির্বাচনে তারা প্রতিপক্ষকে সম্পূর্ণ দূরে রেখে নির্বাচন পার হয়ে যেতে চায়।’

মির্জা ফখরুল বলেন, ‘সকল কালাকানুন বাতিল করতে হবে। সবার আগে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বাতিল করতে হবে। এটা এখন দেশের দাবি, জনগণের দাবি।’

বিএনএ নিউজ/এ আর

Loading


শিরোনাম বিএনএ