15 C
আবহাওয়া
১০:২৬ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৩, ২০২৪
Bnanews24.com
Home » মিয়ানমারে সেনাবাহিনীর ২টি বিমান হামলায় নিহত ৬৪

মিয়ানমারে সেনাবাহিনীর ২টি বিমান হামলায় নিহত ৬৪

মিয়ানমারে সেনাবাহিনীর ২টি বিমান হামলা

বিএনএ, বিশ্বডেস্ক: বিরোধীদের ঘাঁটি হিসেবে পরিচিত এক শহরে বিমান হামলা চালিয়েছে মিয়ানমারের সামরিক বাহিনী। এ হামলায় অন্তত ৫৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩০জন । হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

মঙ্গলবার (১১ এপ্রিল) সকাল পৌনে আটটায় অভ্যুত্থানবিরোধীদের ঘাঁটি হিসেবে পরিচিত দেশটির সাগাইং অঞ্চলের কানাবালু উপশহরের   পা জি গাই নামক গ্রামে এ হামলা চালিয়েছে জান্তার বিমান বাহিনী।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে আল-জাজিরা জানিয়েছে, ইয়াঙ্গুন থেকে প্রায় ১১০ কিলোমিটার দূরবর্তী এলাকায় এ হামলার ঘটনা ঘটে। বাসিন্দারা একটি প্রশাসনিক অফিস উদ্বোধনে জড়ো হওয়ার সময় সেখানে বিমানযোগে হামলা চালানো হয়।

খবরে বলা হয়েছে, স্থানীয় সময় সকাল সাড়ে ৭টার দিকে মানুষের ভিড়ের ওপর প্রথমে যুদ্ধবিমান, এরপর এমআই-৩৫ হেলিকপ্টার দিয়ে হামলা চালানো হয়।

চিন রাজ্যে বিমান হামলায় নিহত ১১

চিন প্রতিরোধ বাহিনী জানায়, চিন ন্যাশনাল ডিফেন্স ফোর্স (সিএনডিএফ) একটি পুলিশ স্টেশন দখল করার পর সোমবার(১০ এপ্রিল) চিন রাজ্যের ফালাম টাউনশিপে মিয়ানমার সরকারের বিমান হামলায় ১১ জন বেসামরিক লোক নিহত এবং অনেক আহত হয়েছে।

সিএনডিএফ সোমবার সকালে ফালাম শহরের নীচে ভার গ্রাম ফাঁড়িতে অভিযান চালায়, যেখানে প্রায় ৩০ জন পুলিশ অফিসার মোতায়েন ছিল। অভিযানের পর স্টেশনে আগুন দেয়া হয়।

চিন ন্যাশনাল আর্মির (সিএনএ) মুখপাত্র সালাই হেতেত নি জানিয়েছেন, সাত পুলিশ অফিসার এবং বেশ কিছু অস্ত্র আটক করা হয়েছে।

তিনি দ্য ইরাবতি  নিউজ কে বলেন, “সংঘর্ষের সময় কিছু পুলিশ অফিসার নিহত হয়েছে কিন্তু আমরা বিস্তারিত জানি না,”

ফালাম থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে ওয়েবুলা শহরে সরকার ৬টি বিমান হামলা চালায়।

চিন ন্যাশনাল অর্গানাইজেশন জানিয়েছে যে  ১১ জন বেসামরিক লোক নিহত, অনেক জন আহত  এবং একটি স্কুল বিধ্বস্ত হয়েছে।

২০২১ সালে অং সান সু চি’র সরকারকে ক্ষমতাচ্যুত করে সামরিক বাহিনী। এরপরই থেকে দেশটির সেনাবাহিনীর দমন-পীড়ন চলছে। ক্ষমতা দখলের পর ২০২৩ সালের জানুয়ারি পর্যন্ত কমপক্ষে ৬০০ বিমান হামলা চালিয়েছে জান্তা সরকার।

বিএনএ/এমএফ,জিএন

Loading


শিরোনাম বিএনএ