বিএনএ, ঢাকা: (আদালত প্রতিবেদক): অর্থপাচারের অভিযোগে করা দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় স্বর্ণ ও গাড়ি ব্যবসায়ী মনির হোসেন ওরফে গোল্ডেন মনিরকে জামিন দেননি হাইকোর্ট।
তবে আগামী ৩ মাসের মধ্যে মামলার তদন্ত শেষ করতে সিআইডি কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন আদালত। এর আগেও এ বিষয়ে আরও সময় দিয়েছিলেন আদালত।
সোমবার (১১ এপ্রিল) হাইকোর্টের বিচারপতি মো. নজরুল ইসলাম তালুদকার ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।
২০২০ সালের ২০ নভেম্বর রাজধানীর মেরুল বাড্ডায় স্বর্ণ ও গাড়ি ব্যবসায়ী মনির হোসেন ওরফে গোল্ডেন মনিরের বাসায় রাতভর অভিযান চালিয়ে অর্থ, অস্ত্র ও মাদকসহ তাকে গ্রেফতার করে র্যাব। এ সময় তার বাসা থেকে বিপুল পরিমাণ নগদ টাকা ও স্বর্ণালংকার জব্দ করা হয়।
পরে গোল্ডেন মনির ও তার সহযোগীসহ ১০ জনের বিরুদ্ধে মুদ্রাপাচার প্রতিরোধ আইনে বাড্ডা থানায় মামলা করেন সিআইডির পরিদর্শক মো. ইব্রাহিম হোসেন।
বিএনএ/ এসবি, ওজি