22 C
আবহাওয়া
১১:৪৫ পূর্বাহ্ণ - নভেম্বর ২২, ২০২৪
Bnanews24.com
Home » প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম ধাপে জয়ী ম্যাক্রোঁ

প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম ধাপে জয়ী ম্যাক্রোঁ

প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম ধাপে জয়ী ম্যাক্রোঁ

বিএনএ ডেস্ক : ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম ধাপে জয়ী হয়েছেন ক্ষমতাসীন ইমানুয়েল ম্যাক্রোঁ। বিবিসি জানায়, দ্বিতীয় ধাপেরর চূড়ান্ত ভোটে ম্যাক্রোঁ কঠিন প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়বেন বলে মতামত জরিপগুলো আভাস দিয়েছে।

দ্বিতীয় ধাপে ম্যাক্রোঁর সঙ্গে লড়বেন চরম ডানপন্থি জাতীয়তাবাদী প্রতিদ্বন্দ্বী মারিন লু পেন। রোববার অনুষ্ঠিত প্রথম ধাপের নির্বাচনে এ দুই প্রার্থী ২৪ এপ্রিলের রানঅফ ভোটে প্রতিদ্বন্দ্বীতার জন্য মনোনীত হয়েছেন।

প্রথম ধাপের ৯৭ শতাংশ ভোট গণনার পর দেখা গেছে, ম্যাক্রোঁ ২৭ দশমিক ৩৫ শতাংশ, লু পেন ২৩ দশমিক ৯৭ শতাংশ এবং অপর প্রতিদ্বন্দ্বী জা লুক মিনশঁ ২১ দশমিক ৭ শতাংশ ভোট পেয়েছেন।

এদিকে উল্লসিত সমর্থকদের উদ্দেশ্যে ম্যাক্রোঁ বলেছেন, ‘কোনো ভুল করা যাবে না, এখনও কিছুই নির্ধারিত হয়নি।’

অপরদিকে, ম্যাক্রোঁ বিরোধী প্রত্যেক ভোটারকে তার পক্ষে যোগ দেয়ার আহ্বান জানিয়েছেন লু পেন।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ