17 C
আবহাওয়া
৬:০২ পূর্বাহ্ণ - জানুয়ারি ১৯, ২০২৫
Bnanews24.com
Home » বিশ্বজুড়ে করোনায় আক্রান্ত-মৃত্যু কমল

বিশ্বজুড়ে করোনায় আক্রান্ত-মৃত্যু কমল

করোনায়

বিএনএ বিশ্ব ডেস্ক: বিশ্বজুড়ে মহামারি করোনাভাইরাসের লাগামহীন তাণ্ডব অনেকটাই কমে এসেছে। টিকাকরণের ফলে এ ভাইরাসে আক্রান্ত-মৃত্যু প্রায় নিয়ন্ত্রণে চলে এসেছে। ফলে বর্তমানে মানুষ অনেকটাই স্বাভাবিক জীবনযাপন করছে।
করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের সবশেষ তথ্যে দেখা গেছে, সোমবার (১১ এপ্রিল) সকাল সাড়ে ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বব্যাপী করোনায় আক্রান্ত হয়েছেন ৬ লাখ ৩১ হাজার ৯৪৬ জন। এ সময় মারা গেছেন ১ হাজার ৬৭৪ জন।

এর আগে রবিবার (১০ এপ্রিল) বিশ্বব্যাপী করোনায় আক্রান্ত হন ৮ লাখ ১৮ হাজার ২১৮ জন। এ সময় মারা যান ২ হাজার ২১৬ জন। সোমবার সকাল পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৪৯ কোটি ৮৯ লাখ ৭৭ হাজার ৭৫৪ জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ৪৪ কোটি ৮১ লাখ ৯৪ হাজার ৪৭৪ জন। এ ছাড়া মারা গেছেন ৬২ লাখ ২ হাজার ৯৩৭ জন।

এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের শীর্ষ ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা এ দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮ কোটি ২০ লাখ ৬২ হাজার ৯৮৯ জন। এ ছাড়া মোট মৃত্যু হয়েছে ১০ লাখ ১২ হাজার ১৫১ জনের।

আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় ৪ কোটি ৩০ লাখ ৩৬ হাজার ৭০ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ৫ লাখ ২১ হাজার ৭২২ জনের।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

বিএনএনিউজ২৪/এমএইচ

Loading


শিরোনাম বিএনএ