বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামের কর্ণফুলীতে শ্যালিকাকে (১৬) ধর্ষণচেষ্টার অভিযোগে দুলাভাইকে গণধোলাইয়ের পর পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। আটক মোঃ ওমর ফারুক (২৮) চরপাথরঘাটা (৪নম্বর ওয়ার্ড) সৈন্যারটেক পেঁজার বাপের বাড়ির মো: নাছিরের ছেলে। সে পেশায় একজন কন্টেইনার চালক।
সোমবার (১০ মার্চ) রাত ১১টার দিকে উপজেলার চরপাথরঘাটা ৮নম্বর ওয়ার্ডের ইছানগর গ্রামে ঘটনাটি ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কর্ণফুলী থানা পুলিশ।
ভিকটিমের পরিবারের অভিযোগ , ৯ মার্চ রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে ভিকটিম নিজ ঘরে ঘুমিয়ে থাকার সময় অভিযুক্ত ফারুক সেখানে প্রবেশ করে এবং তাকে শারীরিকভাবে স্পর্শ করার চেষ্টা করে। শোরচিৎকার শুনে পরিবারের সদস্যরা ছুটে এলে অভিযুক্ত পালিয়ে যায়। ঘটনাটি পারিবারিকভাবে সমাধান করা হয় । পরবর্তীতে বিষয়টি সোমবার (১০ মার্চ) রাতে প্রতিবেশী এক মহিলা জানতে পেরে স্থানীয় যুবকদের সহায়তায় অভিযুক্ত ওমর ফারুককে আটক করে গণধোলাই দেয়। পরে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে উদ্ধার করে হেফাজতে নেয় এবং আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এ ঘটনায় ভিকটিমের বাবা কর্ণফুলী থানায় একটি মামলা দায়ের করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত রোববার রাতে শ্যালিকার স্পর্শকাতর জায়গায় হাত দেন দুলাভাই। পরেবর্তীতে প্রতিবেশীরা জানতে পেরে অভিযুক্তকে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেয় । যাতে পরবর্তীতে এলাকায় এমন ঘটনা না ঘটে।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ বলেন, অভিযুক্তকে আটক করে ভিকটিমকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে ।
বিএনএনিউজ/ নাবিদ/শাম্মী