25 C
আবহাওয়া
৬:১৬ অপরাহ্ণ - ডিসেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » ‘ঢাকা-টরন্টো ফ্লাইট শুরু ২৬ মার্চ’

‘ঢাকা-টরন্টো ফ্লাইট শুরু ২৬ মার্চ’

'ঢাকা-টরন্টো বিমান ফ্লাইট শুরু ২৬ মার্চ'

বিএনএ ডেস্ক, ঢাকা: আগামী ২৬ মার্চ থেকে কানাডার টরন্টোতে বিমানের ফ্লাইট যাত্রা শরু হবে। এমন তথ্য জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী। বলেন, ঢাকা থেকে সরাসরি টরন্টোতে ফ্লাইট চালুর বিষয়টি অনেকটা চূড়ান্ত।

শুক্রবার (১১ মার্চ) সকালে রাজধানীর হাতিরঝিলে ‘বিমান হাফ-ম্যারাথন প্রতিযোগিতা ২০২২’ এর পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে এ কথা জানান তিনি।

প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী
পুরস্কার দিচ্ছেন বিমান প্রতিমন্ত্রী

বিমান প্রতিমন্ত্রী বলেন, ঢাকা টু নিউইয়র্ক ফ্লাইট চালুর বিষয়টিও অনেক দূর এগিয়েছে। ঢাকা থেকে জাপানের নারিতা বিমানবন্দরে ফ্লাইট চালুর বিষয়ে সব কিছু চূড়ান্ত। শুধু করোনার কারণে কার্যক্রম থেমে আছে। পৃথিবীর অন্য আন্তর্জাতিক গন্তব্যগুলোতেও বিমান অদূর ভবিষ্যতে ডানা মেলবে।

মাহবুব আলী জানান, ‘মার্চ আমাদের অহংকারের মাস। এই মাসে ৭ মার্চ বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ, ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মদিন, ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস। এজন্য ভিন্ন আঙ্গিকে ম্যারাথনের আয়োজন। প্রতি বছর বিমানের আয়োজনে আরো বড় পরিসরে ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

বিমানের সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে আয়োজিত হাফ-ম্যারাথন প্রতিযোগিতা বাংলাদেশসহ ১০টি দেশের ১ হাজার ৮৬২ অ্যাথলেট অংশগ্রহণ করেছেন। এর মধ্যে বিদেশি প্রতিযোগী ছিলেন ২৫ জন।

বিএনএ/এ আর

Loading


শিরোনাম বিএনএ