28 C
আবহাওয়া
৯:১০ অপরাহ্ণ - আগস্ট ৪, ২০২৫
Bnanews24.com
Home » যৌতুক ও মাদক বিরোধী সমাবেশ শনিবার

যৌতুক ও মাদক বিরোধী সমাবেশ শনিবার

যৌতুক ও মাদক বিরোধী সমাবেশ

বিএনএ,চট্টগ্রাম : কাল শনিবার ( ১২ মার্চ ) রজভীয়া নূরীয়া কমিটি বাংলাদেশ এর  ১৩তম যৌতুক ও মাদক বিরোধী মহাসমাবেশ। বেলা ২টায় চট্টগ্রাম জমিয়তুল ফালাহ্ জাতীয় মসজিদ ময়দানে এ মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এম পি।

সংবর্ধেয় অতিথি হিসাবে দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক, উদ্বোধক হিসাবে মাইজভান্ডর দরবার শরীফের সাজ্জাদানশীন শাহ্সূফী সৈয়্যদ সাইফুদ্দীন আহমদ আল-হাসানী আল-মাইজভান্ডারী, বিশেষ অতিথি হিসাবে চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় অতিরিক্ত সচিব মো. মজিবুর রহমান, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুল হোসেন মোহাম্মদ জিয়া উদ্দিন, চট্টগ্রাম দারুল মোস্তফা মডেল মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক মুহাম্মদ নঈমুল ইসলাম পুতুল, ট্রাস্টের সেক্রেটারি অ্যাডভোকেট আব্দুর রশিদ দৌলতী, হাশেমীয়া আলীয়া দরবার শরীফের সাজ্জাদানশীন কাযী মুহাম্মদ আবুল ফোরকান হাশেমী উপস্থিত থাকবেন। আলোচনায় অংশগ্রহণ করবেন চট্টগ্রাম কলেজ রসায়ন বিভাগের সাবেক বিভাগীয় প্রধান নু.ক.ম আকবর হোসেন এবং বিশিষ্ট লেখক ও গবেষক ড. মাসুম চৌধুরী।

বাদে মাগরিব হতে ২য় অধিবেশনে প্রধান অতিথি থাকবেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ রেজাউল করিম চৌধুরী। উদ্বোধক হিসাবে বাংলাদেশ নিউজ এজেন্সী (বিএনএ)’র সম্পাদক মোহাম্মদ মিজানুর রহমান মজুমদার, বিশেষ অতিথি হিসাবে ঢাকায় নিযুক্ত ইরাকের রাষ্ট্রদূত এইচ.ই. আব্দুল সালাম সাদ্দাম মোহাইসেন উপস্থিত থাকবেন।

তাফসির পেশ করবেন ট্রাস্টের প্রেসিডেন্ট আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির পীরে তরিক্বত আল্লামা মুহাম্মদ আবুল কাশেম নূরী (মু.জি.আ), চট্টগ্রাম আল-আমিন বারিয়া কামিল মাদ্রাসার শাইখুল হাদীস পীরে তরিক্বত আল্লামা মুহাম্মদ শাহেদুর রহমান হাশেমী (মু.জি.আ), দাওয়াতী ঈমানী বাংলাদেশের চেয়ারম্যান মিডিয়া ব্যক্তিত্ব আল্লামা মুফতি গিয়াস উদ্দিন আত্ব-তাহেরী (মু.জি.আ)।

সভাপতিত্ব করবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক এবং রজভীয়া নূরীয়া কমিটি বাংলাদেশের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) অধ্যাপক মোহাম্মদ কাউছার হামিদ।  করোনাকালীন রাষ্ট্রীয় ও সামাজিকভাবে মানবিক কাজে অবদান রাখায় সম্মাননা স্মারক গ্রহণ করবেন সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের মহাসচিব ও ইলেকশন মনিটরিং ফোরামের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ আবেদ আলী এবং করোনা প্রতিরোধক বুথ উদ্ভাবক হেলাল আকবর চৌধুরী বাবর।

এতে সকলকে যথাসময়ে উপস্থিত হওয়ার জন্য প্রস্তুতি কমিটির আহবায়ক মুহাম্মদ জাহিদুল হাসান রুবায়েত এবং সদস্য সচিব মুহাম্মদ মাছুমুর রশিদ কাদেরী বিশেষভাবে আহবান জানিয়েছেন।

বিএনএনিউজ২৪.কম/এনএএম

Bnanews24 অনলাইনের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

Loading


শিরোনাম বিএনএ
জুলাই সনদ স্বাক্ষরে প্রস্তুত বিএনপি : সালাহউদ্দিন রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ১৯৮৩ মামলা জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষ্যে প্রধান উপদেষ্টার বাণী বিআইডব্লিউটিসির বহরে যোগ হচ্ছে ১৮ জলযান: নৌ উপদেষ্টা চট্টগ্রামে সাবেক সেনাপ্রধান হারুন-অর-রশীদের মরদেহ উদ্ধার নির্বাচনের আগ পর্যন্ত আইন-শৃঙ্খলা বাহিনীর বিশেষ অভিযান চলবে: স্বরাষ্ট্র উপদেষ্টা ঢাবিতে ছাত্রলীগে লুকিয়ে ছিলেন ছাত্রশিবির-আবদুল কাদের রাজধানীতে আওয়ামী লীগের আরও ১১ নেতাকর্মী গ্রেপ্তার সীমান্ত থেকে লাউড স্পিকার সরিয়ে নিচ্ছে দক্ষিণ কোরিয়া সরকারি গুদামে রেকর্ড মজুত, বোরোতে সর্বোচ্চ ধান-চাল সংগ্রহের আশা