18 C
আবহাওয়া
৭:৩৩ অপরাহ্ণ - জানুয়ারি ১, ২০২৫
Bnanews24.com
Home » টেকনাফে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ,আহত ৩০

টেকনাফে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ,আহত ৩০

সংঘর্ষ

বিএনএ, কক্সবাজার: কক্সবাজারে টেকনাফে বিএনপির পদযাত্রাকে কেন্দ্র করে বিএনপি ও আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছে.।

শনিবার (১১ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে উপজেলার হ্নীলা ইউনিয়ন টেকনাফ -কক্সবাজার মহাসড়কে এ ঘটনা ঘটে।টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল হালিম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, দুই দলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। ঘটনাস্থলে আমাদের পুলিশ ফোর্স মোতায়েন করা হয়েছে।

হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ মোহাম্মদ আলী বলেন, বিএনপি সভাপতি শাহাজাহান চৌধুরীর ইন্ধনে এসব ঘটনা ঘটেছে। আওয়ামী লীগের নেতাকর্মীদের লক্ষ্য করে বিএনপি কর্মীরা ইটপাটকেল নিক্ষেপ করেছে। এসময় আমার গাড়িও ভাংচুর করেছে তারা।

এদিকে জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী বলেন, বিএনপির কেন্দ্র ঘোষিত শান্তিপূর্ণ পদযাত্রায় আওয়ামী বাকশালী সন্ত্রাসীরা লাঠিসোঁটা নিয়ে অতর্কিত হামলা করলে বিএনপির ২৫ নেতাকর্মী আহত হয়। এ সময় পুলিশ নিরব দর্শকের ভূমিকা পালন করেছে। জেলা বিএনপি এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। পাশাপাশি তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করা হচ্ছে।

বিএনএ/ফরিদুল,  এমএফ

Loading


শিরোনাম বিএনএ