বিএনএ ডেস্ক : শিক্ষামন্ত্রীর সঙ্গে টানা তিন ঘণ্টার বৈঠক করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সিলেট সার্কিট হাউসের এ বৈঠকে শিক্ষামন্ত্রীর কাছে নতুন চারটি প্রস্তাবনা তুলে ধরেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
শুক্রবার (১১ ফেব্রুয়ারি) বিকেলের বৈঠকে নতুন চার প্রস্তাবনায় শিক্ষর্থীরা বলেন, অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল ও তার সহধর্মিণী অধ্যাপক ড. ইয়াসমিন হককে শাবিপ্রবিতে এমিরেটাস অধ্যাপক করতে হবে। দেশের সকল বিশ্ববিদ্যালয়ের গবেষণাখাতে প্রয়োজনীয় বাজেট বরাদ্দ ও এর সঠিক ব্যয় নিশ্চিত করতে হবে। বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা পদ্ধতিতে কোডিং সিস্টেম চালু করতে হবে। শিক্ষক নিয়োগের ক্ষেত্রে ন্যূনতম পিএইচডিসহ ডেমো ক্লাসের ভিত্তিতে শিক্ষার্থীদের মতামত যাচাই করার ব্যবস্থা থাকতে হবে।
উপাচার্যের পদত্যাগের দাবিতে আমরণ অনশনসহ একসপ্তাহের বেশি টানা আন্দোলন করেন শাবিপ্রবি শিক্ষার্থীরা। পরিস্থিতি জটিল হলে তাদের সাবেক শিক্ষক মুহম্মদ জাফর ইকবালের অনুরোধে গত ২৬ জানুয়ারি অনশন ভাঙেন আন্দোলনকারী।
বিএনএ/ ওজি