বিএনএ,চট্টগ্রাম: চট্টগ্রামের সীতাকুণ্ডে অস্ত্রসহ ১২ ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ১০ ভরি স্বর্ণালংকার, নগদ ২৭ হাজার টাকা, দুটি অস্ত্র ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) সীতাকুণ্ড থানায় এক সংবাদ সম্মেলনে সহকারী পুলিশ সুপার আশরাফুল করিম এ তথ্য জানান।৪ ফেব্রুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত পুলিশের বিশেষ অভিযানে সীতাকুণ্ডের বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ১২ ডাকাত হলো- মোতালেব হোসেন প্রকাশ আব্দুল কাদের (২৮) ও মো. শাহীন (২৮), মো. জাহাঙ্গীর আলম রনি (৩০), মো. শাহীন (৩৩), মো. রাশেদ (২৪), মো. সেলিম প্রকাশ মোস্তফা (৪১), কামরুল হোসেন (২৬), সোহাগ (২৪) ও মো. সোহেল (২২), রাকিবুল ইসলাম (২৫), উত্তম উত্তম কুমার নাথ (৩৮) এবং ছোটন দে (৩০)।
সহকারী পুলিশ সুপার আশরাফুল করিম বলেন, গত জানুয়ারি মাসের শেষের দিকে সীতাকুণ্ডে হঠাৎ ডাকাতি শুরু হয়। ওই মাসে মোট সাতটি ডাকাতির ঘটনা ঘটে। এর মধ্যে পাঁচটি ঘটনায় মামলা হয়। ৪ ফেব্রুয়ারি নোয়াখালীর সুধারামপুর থানার অলিপুর গ্রামের সালাউদ্দিনের ছেলে রফিকুল ইসলাম রাকিবকে (২৫) গ্রেপ্তার করে পুলিশ। পরে তার কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে মোট ১২ ডাকাতকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।
বিএনএনিউজ/মনির