22 C
আবহাওয়া
৫:৩৮ অপরাহ্ণ - জানুয়ারি ৪, ২০২৫
Bnanews24.com
Home » করোনায় আরও  ৯ জনের প্রাণহানি

করোনায় আরও  ৯ জনের প্রাণহানি

গত ২৪ ঘণ্টায় আরো ১৮ মৃত্যু, শনাক্ত ৩৫৫৪

 বিএনএ, ঢাকা : করোনায় আক্রান্ত হয়ে সারা দেশে গত ২৪ ঘন্টায় আরও ৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৮ হাজার ২৪৮ জনে। একই সময়ে আরও ৪১৮ জন আক্রান্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৫ লাখ ৩৯ হাজার ৫৭১ জনে দাঁড়াল।

বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

রাজধানীসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গবিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৬৮১ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন চার লাখ ৮৫ হাজার ৯৭১ জন।

মৃতদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ২৪ ঘণ্টায় মৃত নয়জনের মধ্যে চল্লিশোর্ধ্ব একজন, পঞ্চাশোর্ধ্ব একজন এবং ষাটোর্ধ্ব পাঁচজন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় মৃত নয়জনের মধ্যে ঢাকা বিভাগে চারজন, চট্টগ্রাম বিভাগে দুজন, খুলনা বিভাগে দুজন ও বরিশাল বিভাগে একজন রয়েছেন।

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। প্রথম করোনা রোগীর মৃত্যু হয় এর ১০ দিন পর (১৮ মার্চ)।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ