21 C
আবহাওয়া
৮:৪৫ অপরাহ্ণ - জানুয়ারি ১১, ২০২৫
Bnanews24.com
Home » সাতকানিয়ায় দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

সাতকানিয়ায় দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

সাতকানিয়ায় দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামের সাতকানিয়ায় তাফসির মাহফিল শেষে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তের হাতে মো. এরশাদ (৪৫) নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। তিনি উপজেলার কাঞ্চনা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বকশীরখীল এলাকার মৃত আবদুল মান্নানের ছেলে।

শুক্রবার (১০ জানুয়ারি) দিবাগত রাত ২ টার দিকে উপজেলার কাঞ্চনা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ধুপীপাড়ার টেক এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ এরশাদকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়।

জানা যায়, ওই রাতে কাঞ্চনা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের গুরগুরি এলাকায় অনুষ্ঠিত একটি তাফসির মাহফিল থেকে সিএনজিচালিত অটোরিকশায় এরশাদ ও কয়েকজন বন্ধু বাড়িতে ফিরছিলেন। গাড়িটি ধুপিপাড়ার টেকে এসে পৌঁছলে অজ্ঞাতনামা ৪-৫ জন দুর্বৃত্ত তাদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। এতে এরশাদ পায়ে গুলিবিদ্ধ হন। গুলিবিদ্ধ মোহাম্মদ এরশাদ কে বা কারা এবং কী করণে গুলি করেছে তা অনুমান করতে পারছেন না বলে জানান।

সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা.বেলাল উদ্দিন জানান, গুলিবিদ্ধ এরশাদের বাম পায়ে পাঁচটি ছররা গুলিতে রক্তক্ষরণ হয়েছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে রাতেই চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

সাতকানিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আব্দুল মুন্নাফ আলী বলেন, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গেছে। এ ঘটনায় এখনো কেউ থানায় লিখিত অভিযোগ করেননি। তবে ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।

বিএনএনিউজ/ নাবিদ

Loading


শিরোনাম বিএনএ