26 C
আবহাওয়া
৪:৩৪ অপরাহ্ণ - জানুয়ারি ১১, ২০২৫
Bnanews24.com
Home » বাংলাদেশি যুবককে গুলি করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী

বাংলাদেশি যুবককে গুলি করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী

বাংলাদেশি যুবককে গুলি করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী

বিএনএ, চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার আজমত পুর সীমান্তের বাগিচাপাড়া এলাকায় শহিদুল ইসলাম (২২)এক বাংলাদেশি যুবককে লক্ষ্য করে গুলি করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

শনিবার (১১ জানুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে গুলিবিদ্ধ ওই যুবককে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

গুলিবিদ্ধ যুবক শহিদুল ইসলাম উপজেলার শাহবাজপুর ইউনিয়নের বাগিচাপাড়া এলাকার আনারুল ইসলামের ছেলে।

জরুরি বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা. শংকর কুমার বিশ্বাস বলেন, শনিবার সকালে গুরুতর আহত গুলিবিদ্ধ অবস্থায় শহিদুলকে হাসপাতালে ভর্তি করা হয়। তিনি বাগিচাপাড়া এলাকায় ভারতের সীমান্তবর্তী এলাকায় বিএসএফের গুলিতে গুরুতর আহত হয়েছেন। স্বজনদের সহযোগিতায় উদ্ধার করে রামেক হাসপাতালের জরুরি বিভাগে আনলে তাকে মেডিকেলের ২নং সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

শাহবাজপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নিজামুল হক রানা বলেন, শুক্রবার রাতের দিকে আজমতপুর সীমান্তে গুলির শব্দ পেয়েছে স্থানীয়রা। পরে সকালে জানা যায়, বিএসএফের গুলিতে শহিদুল নামে এক যুবক আহত হয়েছেন।

৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, সীমান্তের শূন্য লাইন পার হয়ে ভারতে ফেনসিডিল আনতে গিয়েছিল শহিদুলসহ পাঁচ ছয়জন ব্যক্তি। পরে বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি করে। এতে গুরুতর আহত হন শহিদুল ইসলাম। ঘটনাস্থল থেকে ২৫ বোতল ফেনসিডিল, একটি টর্চলাইট ও একটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে

বিএনএনিউজ / আরএস

Loading


শিরোনাম বিএনএ