27 C
আবহাওয়া
১:৩৬ অপরাহ্ণ - নভেম্বর ২৪, ২০২৪
Bnanews24.com
Home » রাঙ্গুনিয়ায় গুলিবিদ্ধ হয়ে যুবকের মৃত্যু

রাঙ্গুনিয়ায় গুলিবিদ্ধ হয়ে যুবকের মৃত্যু


বিএনএ,চট্টগ্রাম : রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটায় সন্ত্রাসীরা হামলা চালিয়ে মো. মোজাহেদ (২৮) নামে একজনকে গুলি করে হত্যা করে। হামলায় আরও ৫ জন আহত হয়। মঙ্গলবার (১০ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সরফভাটা ইউনিয়নের ৪নং ওয়ার্ড এজাহার মিয়া ফকিরের বাড়িতে এই ঘটনা ঘটে।

মো. মোজাহেদ (২৮) ওই এলাকার মো. হারুনের ছেলে। তিনি গুলিবিদ্ধ হলে তাকে চট্টগ্রাম মেডিকেলে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টার দিকে তার মৃত্যু হয়।
এছাড়া ধারালো দেশীয় অস্ত্রের কোপে আহত হয়েছেন একই এলাকার মৃত কেরামত আলীর ছেলে আবু তাহের (৩৫), বাদশা মিয়ার ছেলে মো. ফয়জুল্লাহ (২৫), মো. ইব্রাহীমের ছেলে মো. ফরহাদ (১৯), আবদুর রশিদের ছেলে মো. জামাল (২৫) এবং খায়ের আহাম্মদের ছেলে জালাল।

প্রত্যক্ষদর্শীরা জানায়, আহতরা সবাই দিনমজুর। তারাসহ এলাকার সবাই স্থানীয় একটি দোকানে বসে আড্ডা দিচ্ছিলেন। এসময় ৩০/৪০ জনের একটি সন্ত্রাসী দল অস্ত্র, লাঠিসোঁটা, ধারলো রাম দা ও ছুরিসহ বিভিন্ন দেশিয় অস্ত্রে সজ্জিত হয়ে অতর্কিত হামলা চালায়। তারা প্রথমে এলাকার বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেয় এবং অন্তত ১০ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে। পরবর্তীতে নিহত মোজাহেদের ঘরে গিয়ে তার বড় ভাই দিদারকে খুজে না পেয়ে তাকে গুলি করে। এরপর স্থানীয় হাছানের চায়ের দোকানটিতে প্রবেশ করে সবার মোবাইল চেক করতে চাই এবং দিদারকে খোঁজ করে। পরক্ষণেই এলোপাতাড়ি ভাবে কোপাতে শুরু করেন তারা। এসময় দোকানে বসে থাকা ৫ জন গুরুতর আহত হয়। তারা চলে গেলে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

এই ব্যাপারে রাঙ্গুনিয়া থানার ওসি মো. মাহবুব মিলকী গণমাধ্যমকে বলেন, হামলার ঘটনায় ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এলাকার পরিবেশ শান্ত রয়েছে। কারা, কি জন্য এই ঘটনা ঘটিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে বলে তিনি জানান।

এদিকে এই ঘটনায় এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে। পাহাড়ে অবস্থান নেয়া চিহ্নিত সন্ত্রাসী গ্রুপ এই ঘটনা ঘটিয়েছে বলে স্থানীয়রা জানান। তাদের বেপরোয়া চাঁদাবাজিতে এলাকা ছেড়ে ইতিপূর্বে অন্তত দেড় শতাধিক পরিবার অন্যত্র চলে যেতে বাধ্য হয়েছে। চিহ্নিত এই সন্ত্রাসীদের প্রত্যেকের বিরুদ্ধে চাঞ্চল্যকর হত্যা, ডাকাতি, মারামারিসহ একাধিক মামলা রয়েছে বলে জানা যায়।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ