20 C
আবহাওয়া
৪:০৭ পূর্বাহ্ণ - জানুয়ারি ১৭, ২০২৫
Bnanews24.com
Home » কুবিতে আন্তঃ ব্যাচ ক্রিকেট ও ফুটবলে চ্যাম্পিয়ন বাংলা ১৩ তম আবর্তন

কুবিতে আন্তঃ ব্যাচ ক্রিকেট ও ফুটবলে চ্যাম্পিয়ন বাংলা ১৩ তম আবর্তন

কুবিতে আন্ত : ব্যাচ ক্রিকেট ও ফুটবলে চ্যাম্পিয়ন বাংলা ১৩ তম আবর্তন

বিএনএ, কুবি : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের(কুবি) বাংলা বিভাগের সহযোগী সংগঠন ভাষা-সাহিত্য পরিষদের আয়োজনে আন্তঃ ব্যাচ ক্রিকেট ও ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে বাংলা ১৩তম আবর্তন। মঙ্গলবার (১১জানুয়ারি) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে বাংলা ১২তম আবর্তন বনাম বাংলা ১৩ তম আবর্তনের মধ্যকার ক্রিকেটের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

খেলায় ১২ তম আবর্তন ৬ ওভারে ৭২ রান অর্জন করে অপরদিকে ১৩ তম আবর্তন ৪ ওভার ৩ বলে ১২ তম আবর্তনকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। পরবর্তীতে ১২ টায় একইভাবে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে বাংলা ১৪ তম আবর্তন বনাম বাংলা ১৩ তম আবর্তনের মধ্যকার ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

খেলার প্রথমার্ধে বাংলা ১৩ তম আবর্তন ১ গোলে এগিয়ে যায়। দ্বিতীয়ার্ধে বাংলা ১৩ তম আবর্তন বাংলা ১৪ তম আবর্তনকে ৩ -১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। সকালে আন্তঃব্যাচ ক্রিকেট ও ফুটবল ফাইনাল খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলা বিভাগের প্রভাষক নাজমুল হোসেন ও ভাষা-সাহিত্য পরিষদের ভিপি নুর উদ্দিন রাসেল।

এসময় কুমিল্লা বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগের সহযোগী সংগঠন ভাষা-সাহিত্য পরিষদের নেতৃবৃন্দ ও বিভাগের শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।

Bnanews24 অনলাইনের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

বিএনএনিউজ২৪.কম/হাবিবুর রহমান হাবিব/এনএএম

Loading


শিরোনাম বিএনএ