বিএনএ,চট্টগ্রাম: চট্টগ্রাম কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের আয়োজনে স্বাস্থ্যবিধি মেনে দুই দিনব্যাপি শুরু হয়েছে ভ্যাট মেলা।
সোমবার (১১ জানুয়ারি) নগরীর সদরঘাট পুরাতন কাস্টমস এলাকার শুল্ক ভবনে আগ্রাবাদ বিভাগ ও জাম্বুরি মাঠের কাস্টমস ও ভ্যাট অডিট ভবনে চট্টলা বিভাগের কার্যক্রম উদ্বোধন করেন কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট চট্টগ্রামের কমিশনার মোহাম্মদ আকবর হোসেন। একইসঙ্গে ভ্যাট কমিশনারেটের অধীন চট্টগ্রাম জেলা, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান ও কক্সবাজারের ৮টি দপ্তরে এ মেলার শুরু হয়।
চট্টগ্রাম ভ্যাট কমিশনার মোহাম্মদ আকবর হোসেন বলেন, ভ্যাটের আওতা বৃদ্ধি ও ভ্যাট বিষয়ে কোনরূপ অস্পষ্টা বা ভীতি দূর করাই এই ভ্যাট মেলার মূল উদ্দেশ্য। উৎসবমুখর পরিবেশে এ দপ্তরের কর্মকর্তাদের উপস্থিতিতে করদাতার নিবন্ধন ও দাখিলপত্র বিষয়ক সেবা প্রদান করা হবে। মেলার মাধ্যমে করদাতাদের কাছে ভ্যাট সেবা আরও সহজ হবে।
তিনি বলেন, মেলায় অনলাইনে ভ্যাট প্রদান, নতুন নিবন্ধন, ইএফডি সংক্রান্ত কার্যক্রম ও অন্যান্য বিষয়ে করদাতাদের সেবা দেওয়া হচ্ছে। বর্তমানে এ কমিশনারেটের অধীনে ১২০টি প্রতিষ্ঠানে ইএফডি মেশিন স্থাপন করা হয়েছে। এর মাধ্যমে দেওয়া ভ্যাট চালানের ওপর প্রতি মাসে লটারি করে ১০১ জনকে পুরস্কার দেওয়া হবে। কমিশরানেটের আওতায় এখন নিবন্ধিত করদাতা আছেন ২৬ হাজার ৭৫০।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাস্টমস এক্সাইজ ও ভ্যাট আগ্রাবাদ বিভাগের বিভাগীয় কর্মকর্তা ডেপুটি কমিশনার মো. শাহীনূর কবীর পাভেল, চট্টলা বিভাগের অনুষ্ঠানে রাঙামাটি বিভাগীয় কর্মকর্তা উপ কমিশনার কামনাশীষ ও চট্টলা বিভাগীয় কর্মকর্তা সহকারী কমিশনার এসএম সরাফত হোসেন।
উল্লেখ, ভ্যাট বিষয়ে করদাতাদেরকে সচেতন করার জন্যই মূলত ভ্যাট মেলার আয়োজন করা হয়। মেলায় অনলাইনে ভ্যাট নিবন্ধন প্রদান, অনলাইনে রিটার্ন দাখিল, ইএফডি ও ভ্যাট সংক্রান্ত যেকোন সেবা প্রদান করা হয়। এছাড়া ইএফডি মেশিন সম্পর্কে সম্যক ধারণা দেয়া হবে। সংশ্লিষ্টরা মনে করছেন, ব্যতিক্রমী এ মেলার মাধ্যমে ভ্যাট কর্মকর্তা ও করদাতাদের মধ্যে সম্পর্ক আরও সুদৃঢ় হবে।
বিএনএনিউজ/মনির