15 C
আবহাওয়া
৭:২৪ পূর্বাহ্ণ - জানুয়ারি ২৪, ২০২৫
Bnanews24.com
Home » রেশমের ঐতিহ্য ফিরিয়ে আনা হবে:চাঁপাইনবাবগঞ্জে বস্ত্র ও পাট মন্ত্রী

রেশমের ঐতিহ্য ফিরিয়ে আনা হবে:চাঁপাইনবাবগঞ্জে বস্ত্র ও পাট মন্ত্রী

রেশমের ঐতিহ্য ফিরিয়ে আনতে তাঁতীদের সহায়তা দেয়া হবে:চাঁপাইনবাবগঞ্জে বস্ত্র ও পাট মন্ত্রী

বিএনএ,চাঁপাইনবাবগঞ্জ:দেশের তাঁত শিল্পের ঐতিহ্যকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী।রেশমের ঐতিহ্য ফিরিয়ে আনতে তাঁতীদের সহায়তাসহ সকল সমস্যার সমাধান করা হবে বলেও জানান তিনি।

সোমবার(১১ জানুয়ারি)চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার বারঘরিয়া ইউনিয়নের লাহারপুরে তাঁতী, রিলার ও বসনী সমাবেশে গোলাম দস্তগীর গাজী আরও বলেন,শুধুমাত্র রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ ঘিরেই রয়েছে দেশের ঐতিহ্যবাহী এ শিল্প।বর্তমানে নানা সমস্যায় রয়েছে এই এলাকার তাঁতশিল্পীরা।সরকার এসব সমস্যা নিরশনে কাজ শুরু করেছে।বাংলাদেশ রেশম বোর্ড ও তাঁত বোর্ডের মাধ্যমে এসব সমস্যা কাটিয়ে এই শিল্পের সুদিন ফিরিয়ে আনা হবে।

বস্ত্র ও পাট মন্ত্রী বলেন,বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করছে।তাঁত ও রেশম শিল্প সংশ্লিষ্টদের ঋণের পরিমান বাড়ানো হবে।বিদেশী তাঁত পণ্যে সবমিলিয়ে ৬০ শতাংশ শুল্ক আরোপের পরেও দেশের তাঁতশিল্প মুখ থুবড়ে পড়েছে।বিদেশীদের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকা সম্ভব হচ্ছেনা।দেশে কিছু প্রযুক্তির দুর্বলতা রয়েছে।এসব দুর্বলতা দূর করতে নানা পদক্ষেপ গ্রহণ করা হবে।প্রয়োজনে বিশেষজ্ঞ দিয়ে দেশের তাঁতশিল্প সংশ্লিষ্টদের প্রশিক্ষণের ব্যবস্থা করার কথতাও বলেন তিনি।

রেশম বোর্ডের মহাপরিচালক আব্দুল হাকিম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড পরিচালনা পর্ষদের সিনিয়র ভাইস চেয়ারম্যান ফজলে হোসেন বাদশা এমপি, বস্ত্র ও পাঠ মন্ত্রণালয়ের সচিব লোকমান হোসেন মিয়া, বাংলাদেশ তাঁত বোর্ডের চেয়ারম্যান মো. শাহ আলম, বস্ত্র ও পাঠ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. অলিউল্লাহ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক মোঃ মঞ্জুরুল হাফিজ প্রমূখ।

বিএনএনিউজ/রঞ্জু,আরকেসি

Loading


শিরোনাম বিএনএ