25 C
আবহাওয়া
৬:২৯ অপরাহ্ণ - ডিসেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » চট্টগ্রামে করোনা আক্রান্ত আরও  ১১৭

চট্টগ্রামে করোনা আক্রান্ত আরও  ১১৭

চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় করোনায় ৩৮ জন সংক্রমিত

বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রামে নতুন করে করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে আরও ১১৭ জন। এর মধ্যে মারা গেছে একজন।

সোমবার (১১ জানুয়ারি) সকালে সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে জানা যায়,  চবি ল্যাবে ১৫ জন, বিআইটিআইডি ল্যাবে ১৬ জন, চমেক ল্যাবে ২৯ জন, সিভাসু ল্যাবে ১২জন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন।

এছাড়া বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে  ১৬ জন, শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ২২ জন এবং চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে  ২ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।

এদিকে জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ৪ জন,  কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে  একজনের শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টার নমুনা পরীক্ষায় ১১৭ জন নতুন আক্রান্ত শনাক্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে নগরীতে ১০৬ জন এবং উপজেলায় ১১ জন।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ