18 C
আবহাওয়া
৮:৫১ পূর্বাহ্ণ - জানুয়ারি ১৩, ২০২৫
Bnanews24.com
Home » রাজধানীতে স্কুল ছাত্রীর আত্মহত্যা

রাজধানীতে স্কুল ছাত্রীর আত্মহত্যা


বিএনএ, ঢাকা : রাজধানীর কামরাঙ্গীরচর কয়লাঘাট এলাকায় স্কুলছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে পরিবারের দাবি। তার নাম সামিয়া আক্তার সুগন্ধা (১৭) । হতাশাগ্রস্ত হয়ে সে এই ঘটনা ঘটিয়েছে বলে জানিয়েছে স্বজনরা। মঙ্গলবার (১০ ডিসেম্বর) এই বিষয়টি দুপুরে জানায় পুলিশ।সোমবার দিবাগত রাতে এই ঘটনা ঘটে।

স্বজনরা তাকে উদ্ধার করে মধ্যরাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।পরে মরদেহ বাসায় নিয়ে যায় । মঙ্গলবার সকালে সেই বাসা থেকে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়।

কামরাঙ্গীরচর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রহিম সুরতহাল প্রতিবেদনে উল্লেখ করেন, গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে  সুগন্ধা নামের ওই শিক্ষার্থী।

মৃত সামিয়ার খালা রিনা আক্তার জানান, স্থানীয় একটি স্কুলের এসএসসি পরিক্ষার্থী ছিল সে। তার বাবা ডালিম মাসুদ তাদের রেখে ২য় পরিবার নিয়ে অন্যত্র থাকেন। মা রুনা ও বড় ভাই অনিকের সাথে কামরাঙ্গীরচর কয়লাঘাট বেড়িবাঁধ এলাকায় বিল্লাল হোসেনের বাড়ির ৫ম তলায় ভাড়া থাকত।

তিনি আরও জানান, সামিয়ার মা এক আত্মীয়ের বাড়িতে ছিলেন। সোমবার রাতে বাসায় ছিলেন দুই ভাইবোন। সামিয়াকে বাসায় রেখে বড় ভাই অনিক বাইরে গিয়েছিলেন। কিছুক্ষণ পর বাসায় ফিরে দরজা খোলার জন্য সামিয়াকে ডাকাডাকি করলে তার কোন সাড়াশব্দ না পেলে পরে দরজা ভেঙে ভিতরে ঢুকে দেখেন, ফ্যানের সঙ্গে  ওড়না পেচিয়ে গলায় ফাঁস দিয়ে ঝুলছে সে।তখন প্রতিবেশীদের সহযোগিতায় সেখান থেকে নামিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।  চিকিৎসক তাকে মৃত ঘোষণা করায় তার মরদেহ আবার বাসায় নিয়ে আসা হয়। সকালে সেই বাসা থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের  মর্গে পাঠায়। শারীরিক ও মানসিকভাবে অসুস্থ ছিল সামিয়া।

বিএনএনিউজ/আজিজুল/এইচ.এম/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ