15 C
আবহাওয়া
১০:১০ পূর্বাহ্ণ - জানুয়ারি ২৭, ২০২৫
Bnanews24.com
Home » আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে

আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে

বৃষ্টি-তাপমাত্রা নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস

বিএনএ, ঢাকা : অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আজ সারাদেশে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এছাড়া, সারাদেশে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রী কমতে পারে। তবে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে ।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে এ কথা বলা হয়।

এতে আরো বলা হয়, শেষরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে।

আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলকায় একটি লঘুচাপ বিরাজমান রয়েছে। এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

উপমহাদেশীয় উচ্চবলয়ের বর্ধিতাংশ বিহার এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।

সোমবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল টেকনাফে ২৯ দশমিক ৬ ডিগ্রী সেলসিয়াস। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রাজশাহীর বদলগাছীতে ১৩ দশমিক ১ ডিগ্রী সেলসিয়াস।

বিএনএনিউজ/এইচ.এম।/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ