20.7 C
আবহাওয়া
৭:০৬ পূর্বাহ্ণ - নভেম্বর ২২, ২০২৪
Bnanews24.com
Home » ময়মনসিংহে কয়েলের আগুনে মাসহ দুইশিশু দগ্ধ

ময়মনসিংহে কয়েলের আগুনে মাসহ দুইশিশু দগ্ধ

ময়মনসিংহে কয়েলের আগুনে মাসহ দুইশিশু দগ্ধ

বিএনএ, ময়মনসিংহ: ময়মনসিংহের ভালুকায় কয়েলের আগুনে দগ্ধ হয়ে মা ও তার দুই শিশু সন্তান গুরুতর আহত হয়েছে। রোববার (১০ ডিসেম্বর) ভোরে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে তোতাখার ভিটায় এ ঘটনাটি ঘটে।

দগ্ধরা হলেন, ভালুকা খাদ্যগুদামের কর্মচারী রবিন মিয়া স্ত্রী মনি আক্তার (৩০), শিশু জাফরান (৫) ও এক বছর বসয়ী মায়ান।

স্থানীয় সূত্রে জানা যায়, ভালুকা খাদ্য গুদামের কর্মচারী রবিন মিয়ার বাড়ি গফরগাঁও। তিনি ভালুকা খাদ্য গোদামে চাকরী করার সুবাদে ভালুকা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের তোতাখার ভিটা এলাকায় ভাড়া নিয়ে স্ত্রী সন্তান নিয়ে বসবাস করতেন। ঘটনার দিন রাতে রবিন মিয়া রাতে স্ত্রী সন্তানকে বাড়িতে রেখে খাদ্য গুদামে ডিউটি করতে চলে যায়। এদিকে, মনি আক্তার শিশু জাফরান ও মায়ানকে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে যান।

রোববার ভোররাতে মনি আক্তারের ঘর থেকে চিৎকার শুনে আশপাশের লোকজন তার ঘরে আগুন জ্বলতে দেখে ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে গিয়ে দগ্ধ অবস্থায় তিনজনকে উদ্ধার করে ভালুকা হাসপাতালে নিয়ে যায়। পরে আহতদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা শেখ হাসিনা বার্ণ ইউনিটে নিয়ে যাওয়া হয়।

খাদ্যগুদাম কর্মচারী রবিন মিয়ার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, দগ্ধদের অবস্থা খুব খারাপ।

ভালুকা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশনে অফিসার আতিকুর রহমান জানান, সংবাদ পাওয়ার পর তারা ঘটনাস্থলে গিয়ে অগ্নিদগ্ধ দুই শিশুসহ তিনজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। আগুনে ঘরের প্রায় সকল আসবাবপত্র পুড়ে গেছে বলে ওই কর্মকর্তা জানান।

ভালুকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, আগুনে তিনজন দগ্ধ হওয়ার ঘটনা শুনেছি। তবে, কেউ মারা গেছে বলে জানা যায়নি। এই ঘটনায় এখনো কেউ কোন অভিযোগ দেয়নি।

বিএনএনিউজ/ হামিমুর রহমান/ বিএম

Loading


শিরোনাম বিএনএ