20 C
আবহাওয়া
৬:৪৮ পূর্বাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৪
Bnanews24.com
Home » বাবা-মার আয়-ব্যয়ের হিসাব ছেলেমেয়েদের জানতে হবে: প্রধান বিচারপতি

বাবা-মার আয়-ব্যয়ের হিসাব ছেলেমেয়েদের জানতে হবে: প্রধান বিচারপতি

বাবা-মার আয়-ব্যয়ের হিসাব ছেলেমেয়েদের জানতে হবে: প্রধান বিচারপতি

বিএনএ, ঢাকা: প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন নতুন প্রজন্মের প্রতি আহ্বান জানিয়ে বলেন, নবীন ছেলে-মেয়েদের উদ্দেশ্যে বলছি, তারা তাদের পিতা-মাতার কাছে বিনয়ের সাথে জানতে চাইবে যে, তাদের পিতা-মাতার বেতন-ভাতা কত? তাদের মাসিক আয় কত, মাসিক ব্যয় কত? তাদের সংসার কীভাবে চলে, তারা কীভাবে বিলাসবহুল জীবন-যাপন করে।

বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা অডিটোরিয়ামে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। দুর্নীতি দমন কমিশন (দুদক) এ সভার আয়োজন করে।

তরুণ সমাজকে দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে প্রধান বিচারপতি বলেন, তদন্তকারী কর্মকর্তার দক্ষতা বাড়ানো জরুরি, যেন আসল অপরাধী ছাড় না পায়। পাশাপাশি নিরপরাধ ব্যক্তি যেন সমস্যায় না পড়ে। প্রসিকিউশন টিমকে আরও দায়িত্ববান করতে হবে। কমিশনের হাত শক্তিশালী করতে সুশীল সমাজকে এগিয়ে আসারও আহ্বান জানান প্রধান বিচারপতি।

পরিবারের সদস্যদের মধ্যে থেকে দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে মাহমুদ হোসেন বলেন, দুর্নীতিবাজদের পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয়ভাবে বয়কট করতে হবে। তরুণ প্রজন্ম দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়ালে দেশ দুর্নীতিমুক্ত হতে বাধ্য।

অনুষ্ঠানে দুদক চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন- দুদক কমিশনার (অনুসন্ধান) ড. মোজাম্মেল হক খান, কমিশনার (তদন্ত) মো. জহুরুল হক, দুদক সচিব ড. মু. আনোয়ার হোসেন হাওলাদার।

বিএনএ/এমএফ, হাসিনা আকতার, বি রহমান

Loading


শিরোনাম বিএনএ