বিএনএ, ঢাকা : রাজধানীতে মাদকবিরোধী অভিযানে বিক্রি ও সেবনের অপরাধে ৪৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এসময় তাদের কাছ থেকে ১৩ হাজার ৭২০ ইয়াবা, ৭৩ গ্রাম হেরোইন, ৮৫০ বোতল ফেনসিডিল, ১২ বোতল বিদেশি মদ, ৩০ লিটার দেশি মদ, ৫ কেজি ৩০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।
বুধবার (৯ নভেম্বর) সকাল ৬টা থেকে বৃহস্পতিবার (১০ নভেম্বর)সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন।
তিনি জানান, গ্রেপ্তার ৪৪ জনের কাছ থেকে ১৩ হাজার ৭২০ ইয়াবা, ৭৩ গ্রাম হেরোইন, ৮৫০ বোতল ফেনসিডিল, ১২ বোতল বিদেশি মদ, ৩০ লিটার দেশি মদ, ৫ কেজি ৩০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৩টি মামলা হয়েছে।
বিএনএ/ এমএফ