26 C
আবহাওয়া
৩:২৪ পূর্বাহ্ণ - অক্টোবর ১০, ২০২৪
Bnanews24.com
Home » টি-টোয়েন্টি সিরিজ: ভারতের কাছে ৮৬ রানে হেরেছে বাংলাদেশ

টি-টোয়েন্টি সিরিজ: ভারতের কাছে ৮৬ রানে হেরেছে বাংলাদেশ

ভারতের টি-টোয়েন্টি সিরিজে হারল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক:  ভারতের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে টানা দ্বিতীয় ম্যাচেও হারল বাংলাদেশ, ফলে সিরিজ জিতে নিয়েছে ভারত। বুধবার(৯ অক্টোবর) দিল্লিতে ২২২ রানের বিশাল লক্ষ্যে খেলতে নেমে নাজমুল হোসেন শান্তর দল ৯ উইকেট হারিয়ে মাত্র ১৩৫ রান করতে সক্ষম হয়। সিরিজের দ্বিতীয় ম্যাচে বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের কাছে ৮৬ রানে হেরেছে বাংলাদেশ। টি-টোয়েন্টিতে ভারতের কাছে এটিই বড় ব্যবধানে হারের লজ্জা টাইগারদের। এর আগে টেস্ট সিরিজেও হোয়াইটওয়াশ হয়েছিল বাংলাদেশ।

টস জিতে প্রথমে ভারতকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। ইনিংসের শুরুতে মেহেদী হাসান মিরাজকে দিয়ে বোলিং আক্রমণ শুরু করলেও দ্বিতীয় ওভারে তাসকিন আহমেদ এনে দেন প্রথম সাফল্য। তার বলে সাঞ্জু স্যামসন ৭ বলে ১০ রান করে শান্তর হাতে ক্যাচ দেন। এরপর তানজিম হাসান সাকিব অভিষেক শর্মাকে ১১ বলে ১৫ রানে বোল্ড করেন। পাওয়ার প্লের শেষ ওভারে মুস্তাফিজুর রহমানের বলে ১০ বলে ৮ রান করা সূর্যকুমার যাদবকে আউট করেন শান্ত।

পাওয়ার প্লেতে ৪৫ রান তোলার পর ভারতের ব্যাটিং ঝড় শুরু হয়। রিংকু সিং ও নিতিশ কুমার রেড্ডি বাংলাদেশের বোলারদের দিশেহারা করে তোলেন। নিতিশ ৩৪ বলে ৭৪ রান করে মুস্তাফিজের বলে আউট হন। রিংকু সিং ২৯ বলে ৫৩ রান করেন, তাকে ফেরান তাসকিন। এছাড়া হার্দিক পান্ডিয়া ১৯ বলে ৩২ এবং রিয়ান পারাগ ৬ বলে ১৫ রান করেন। ভারত ৯ উইকেট হারিয়ে ২২১ রান সংগ্রহ করে।

বাংলাদেশের হয়ে রিশাদ ৪ ওভারে ৫৫ রান দিয়ে ৩ উইকেট নেন। তানজিম হাসান সাকিব ৪ ওভারে ৫০ রান দিয়ে ২ উইকেট নেন, তাসকিন ও মুস্তাফিজও দুটি করে উইকেট শিকার করেন।

জবাবে ব্যাটিং করতে নেমে বাংলাদেশের ব্যাটাররা ব্যর্থতার পরিচয় দেন। দলের পক্ষে সর্বোচ্চ ৩৯ বলে ৪১ রান করেন মাহমুদউল্লাহ রিয়াদ। দ্বিতীয় সর্বোচ্চ ১৬ রান করেন ইমন ও মিরাজ। বাকিরা উল্লেখযোগ্য রান করতে ব্যর্থ হন, ফলে ৯ উইকেট হারিয়ে ১৩৫ রানে থেমে যায় বাংলাদেশের ইনিংস।

বিএনএনিউজ২৪, এসজিএন

Loading


শিরোনাম বিএনএ