26 C
আবহাওয়া
৪:২০ অপরাহ্ণ - জানুয়ারি ১৮, ২০২৫
Bnanews24.com
Home » টস জিতে বোলিংয়ে বাংলাদেশ

টস জিতে বোলিংয়ে বাংলাদেশ

নারী ক্রিকেট

স্পোর্টস ডেস্ক: নারী এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। সেমির দৌড়ে টিকে থাকতে হলে আজ জিততেই হবে বাংলাদেশকে।

সেমিফাইনালের সমীকরণ কেমন, এটা নিশ্চিত হবে থাইল্যান্ড-ভারত ম্যাচের পর। থাই মেয়েদের হারের সম্ভাবনা বেশি, তেমন হলে বাংলাদেশকে এক ম্যাচ জিতলেই চলবে। কিন্তু ভারতকে তারা হারিয়ে দিলে বাংলাদেশকে জিততে হবে শ্রীলঙ্কার বিপক্ষে। এমন সমীকরণ সামনে নিয়েই শ্রীলঙ্কার বিপক্ষে খেলতে নামছে বাংলাদেশ দল।

চার ম্যাচের তিনটি জিতে শ্রীলঙ্কা পয়েন্ট তালিকার তিন নম্বরে। সমান ম্যাচে দুই জয় নিয়ে পাঁচে বাংলাদেশের মেয়েরা।

বাংলাদেশ একাদশ: মুর্শিদা খাতুন, ফারজানা হক, নিগার সুলতানা, রিতু মনি, ফাহিমা খাতুন, রুমানা আহমেদ, সোহেলী আক্তার, সালমা খাতুন, জাহানারা আলম, সানজিদা আক্তার, সোবহানা মোস্তারি।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ