27 C
আবহাওয়া
২:৪৫ পূর্বাহ্ণ - এপ্রিল ১৬, ২০২৫
Bnanews24.com
Home » কাভার্ডভ্যানের ধাক্কায় কাপ্তাই বিএফআইডিসি’র কর্মচারীর মৃত্যু

কাভার্ডভ্যানের ধাক্কায় কাপ্তাই বিএফআইডিসি’র কর্মচারীর মৃত্যু

কাভার্ডভ্যানের ধাক্কায় কাপ্তাই বিএফআইডিসি'র কর্মচারীর মৃত্যু

বিএনএ, রাঙামাটি: বাংলাদেশ বন শিল্প উন্নয়ন কর্পোরেশনের (বিএফআইডিসি) আওতাধীন রাঙামাটি কাপ্তাই এলপিসি শাখার কর্মচারী মো. আল আমিন (৩৫) ভ্যানের ধাক্কায় নিহত হয়েছেন। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা দাউদকান্দি এলাকায় দুর্ঘটনাটি ঘটে বলে জানা যায়।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, কাপ্তাই বিএফআইডিসির ট্রাক নিয়ে কর্মচারীসহ আরও দুই কর্মী ঢাকায় ডেলিভারি দিতে গিয়েছিল। মালামাল পৌঁছে দেওয়ার পর গত সোমবার রাতে ঢাকা থেকে কাপ্তাইয়ের উদ্দেশ্যে ট্রাক নিয়ে রওনা করেন। কিন্তু মঙ্গলবার ভোরে বিএফআইডিসি ট্রাকটি কুমিল্লার দাউদকান্দি এলাকায় আসার পর যান্ত্রিক ত্রুটি দেখা দিলে ট্রাক চালক ও কর্মচারী আল আমিন মেরামত কাজ শুরু করেন। এসময় হঠাৎ পিছন থেকে আসা একটি কাভার্ডভ্যান আল-আমিনকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহত আল আমিন কাপ্তাই উপজেলার ৪ নং কাপ্তাই ইউনিয়নের তালপট্টি এলাকার বাসিন্দা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কাপ্তাই বিএফআইডিসি’র এলপিসি শাখার ব্যবস্থাপক তীর্থ জিৎ রায় বলেন, নিহত কর্মচারী আল আমিনের মরদেহ আনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ ঘটনায় প্রতিষ্ঠান থেকে থানায় মামলা দায়ের করার প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানান।

বিএনএনিউজ/ কাইমুল ইসলাম ছোটন/ বিএম

Loading


শিরোনাম বিএনএ
ঢাকা ও ইসলামাবাদ পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠক বৃহস্পতিবার ময়মনসিংহে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু মিয়ানমার থেকে ফিরলেন ২০ বাংলাদেশি নাগরিক, স্বজনদের জিম্মায় আনুষ্ঠানিক হস্তান্তর বোয়িং থেকে উড়োজাহাজ কেনা বন্ধের নির্দেশ চীনের আমি শিষ্টাচারবহির্ভূত আচরণ শুরু করলে নিতে পারবেন না: হাসনাত কর্ণফুলীর আ.লীগ নেতা মো.আলীকে হত্যা মামলায় ঘোড়া মালেককে বিস্ফোরক মামলায় গ্রেপ্তার ডিপ্লোমা কোটা বাতিলের দাবিতে চুয়েটে শিক্ষার্থীদের বিক্ষোভ পটিয়ায় নিখোঁজের দুইদিন পর কৃষকের মরদেহ উদ্ধার সোনারগাঁয়ে চলছে ঐতিহ্যবাহী বউ মেলা চট্টগ্রামে গাঁজা-ইয়াবাসহ গ্রেপ্তার ৩, মোটরসাইকেল জব্দ