24 C
আবহাওয়া
১২:৩৪ অপরাহ্ণ - জানুয়ারি ১৯, ২০২৫
Bnanews24.com
Home » চাল রপ্তানিতে ভারতের শর্ত, দাম বাড়ার আশঙ্কা বাংলাদেশে

চাল রপ্তানিতে ভারতের শর্ত, দাম বাড়ার আশঙ্কা বাংলাদেশে

চাল রপ্তানিতে ভারতের শর্ত

বিএনএ ডেস্ক: দেশের বাজারে চালের দাম স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখার অজুহাতে চাল রপ্তানিতে শুল্ক আরোপ করেছে ভারত।

হিলি স্থলবন্দরের চাল আমদানিকারকরা জানান, এখন থেকে বাংলাদেশে সবধরনের চাল রফতানিতে ২০ শতাংশ হারে রপ্তানি শুল্ক পরিশোধ করতে হবে ভারতের ব্যবসায়ীদের।

বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে ভারতের অর্থ মন্ত্রণালয়ের রাজস্ব বিভাগ। প্রজ্ঞাপনে বলা হয়, ৯ সেপ্টেম্বর, শুক্রবার থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। ভারত সরকারের এমন সিদ্ধান্তের ফলে বাংলাদেশে চাল রফতানিতে খরচ বাড়বে দেশটির ব্যবসায়ীদের। আর এর বিরূপ প্রভাব পড়বে বাংলাদেশের আমদানিতেও। এর ফলে দেশের বাজারে চালের দাম আবারও বেড়ে যাওয়ার আশঙ্কা করছেন ব্যবসায়ীরা।

হিলি স্থলবন্দরের আমদানিকারকরা জানান, ভারত সরকার চাল রফতানিতে শুল্ক আরোপের ফলে প্রতি কেজি চালের দাম ভারতীয় ৪ রুপি বেড়ে যাবে, যা বাংলাদেশি টাকায় ৬ টাকা। চাল আমদানিকারকরা মনে করেন, চাল রপ্তানিতে ভারত শুল্ক আরোপ করায় বাংলাদেশে চাল আমদানি প্রবাহে বিঘ্ন ঘটবে।

ব্যবসায়ীরা বলছেন, দেশের বাজারে কমে আসা চালের দাম আবারও বেড়ে যাবে। এ অবস্থায় দেশের বাজার চালের দাম সহনীয় পর্যায়ে রাখতে সরকারের পক্ষ থেকে উদ্যোগ নেয়া জরুরি। ব্যবসায়ীরা বলেন, প্রয়োজনে চালের বিদ্যমান ১৫ শতাংশ আমদানি শুল্ক পুরোটাই তুলে নিতে হবে।

বিএনএ/এ আর

Loading


শিরোনাম বিএনএ
সাকিব আল হাসানের বিরুদ্ধে জারি হয়েছে গ্রেপ্তারি পরোয়ানা তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে আবেদনের শুনানি ৯ ফেব্রুয়ারি ৭২’র সংবিধান বাতিল মোটেও মুক্তিযুদ্ধের চেতনার বিরোধিতা নয়: ফরহাদ মজহার নোয়াখালীতে যুবক হত্যা আজ প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মদিন প্রথম শ্রেণি থেকেই পাঠ্যপুস্তকে মূল্যবোধের বিষয় অন্তর্ভুক্ত করা জরুরি- ড. এম আমিনুল ইসলাম পলিথিন ও প্লাস্টিক ব্যবহার বন্ধ করুন-পানি সম্পদ উপদেষ্টা সবার সাথে হাতে হাত মিলিয়ে কাজ করতে হবে-- সমাজকল্যাণ উপদেষ্টা পাহাড় ও টিলা কাটা বন্ধ করা হবে-- পরিবেশ উপদেষ্টা মাহফিল থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে শিক্ষার্থীর মৃত্যু