26 C
আবহাওয়া
৭:০০ অপরাহ্ণ - জানুয়ারি ১১, ২০২৫
Bnanews24.com
Home » রাজধানীতে যুবককে পিটিয়ে হত্যা

রাজধানীতে যুবককে পিটিয়ে হত্যা

চট্টগ্রাম নগরীতে ভবন মালিককে হত্যা

বিএনএ ঢাকা: চোর সন্দেহে রাজধানীর বাসাবোতে হৃদয় (২৮) নামে এক যুবককে হাত-পা বেঁধে পিটিয়ে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) মধ্যরাতে বাসাবো খেলার মাঠে এ ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় পুলিশ তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত ৩টার দিকে তাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। ঘটনার পরপরই দুই জনকে আটক করেছে পুলিশ।

খেলার মাঠটিতে ক্লাব নির্মাণের কাজ চলছে। সেখানকার দায়িত্বরত কন্ট্রাকটর, ম্যানেজার ও কেয়ারটেকার দাবি করে জানায়, রাতে বাউন্ডারি টপকে ওই যুবক চুরি করতে ভেতরে ঢুকেছিল। তখন দেখতে পেয়ে তারা তাকে আটক করে। এরপর তাকে হাত-পা বেঁধে পেটায়।

এ বিষয়ে সবুজবাগ থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন সংবাদ মাধ্যমকে বলেন, বাসাবো খেলার মাঠের বাউন্ডারির ভেতরে এক যুবককে মারধর করা হচ্ছে, রাতে তৃতীয় কোনো পক্ষ থানায় খবর দেয়। পরে থানা পুলিশ দ্রুত সেখানে গিয়ে ঘটনার সত্যতা পায়। মুমূর্ষু অবস্থায় হাসপাতালে নেয়ার পথে ওই যুবক নিজের নাম হৃদয় বলে জানাতে পেরেছিল। এছাড়া আর কোনো কথা বলতে পারেনি। তার সমস্ত শরীরে পেটানোয় জখম রয়েছে। ওই সময়ই ঘটনাস্থল থেকে মূল ঘাতক দুজনকে আটক করা হয়। বাকিদের আটকের চেষ্টা চলছে। ঘটনার বিস্তারিত জানার জন্য তদন্ত চলছে। ময়নাতদন্তের জন্য মৃতদেহটি ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে। তার পরিবারের এখনো কোনো খোঁজ পাওয়া যায়নি বলে জানান তিনি।

বিএনএনিউজ/আরকেসি

Loading


শিরোনাম বিএনএ