16 C
আবহাওয়া
১২:১২ অপরাহ্ণ - জানুয়ারি ১৯, ২০২৫
Bnanews24.com
Home » পানিবন্দি ৬০ বিদ্যালয়ে ক্লাস শুরু অনিশ্চয়তা

পানিবন্দি ৬০ বিদ্যালয়ে ক্লাস শুরু অনিশ্চয়তা

স্কুল

বিএনএ শরীয়তপুর: শরীয়তপুরের চারটি উপজেলার দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষ এবং ৫৮টি প্রাথমিক ও মাধ্যমিক স্কুলের মাঠ বন্যার পানিতে তলিয়ে গেছে। সংশ্লিষ্টরা বলছেন, আগামী ১২ সেপ্টেম্বর থেকে সরকার শিক্ষা প্রতিষ্ঠান খোলার অনুমতি দিলেও এসব বিদ্যালয় খোলা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা।

শরীয়তপুর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ জানান, শরীয়তপুর সদর এবং আশপাশের চারটি উপজেলার ৫৫টি বিদ্যালয়ের মাঠ পানিতে তলিয়ে গেছে। পানির নিচে থাকা বিদ্যালয়গুলির মধ্যে রয়েছে সদর উপজেলার চারটি, জাজিরা উপজেলার ১৯টি, নড়িয়া উপজেলার ২৮টি এবং ভেদরগঞ্জ উপজেলার চারটি বিদ্যালয়।

এছাড়া নড়িয়া উপজেলার পূর্ব নড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও চরজপসা সরকারি প্রাথমিক বিদ্যালয় এই দুইটি বিদ্যালয়ের শ্রেণি কক্ষে বন্যার পানি প্রবেশ করেছে।

আবুল কালাম আজাদ বলেন, ‘সরকারি সিন্ধান্ত অনুযায়ী ১২ সেপ্টেম্বর থেকে ওই সব প্রতিষ্ঠানে ক্লাস নেওয়ার বিষয়ে চিন্তায় রয়েছি। তবে আশার খবর হল দুইতিন দিন যাবৎ পানি কমতে শুরু করেছে। যদি নির্ধারিত সময়ের মধ্যে পানি নেমে যায় তাহলে ওই প্রাথমিক স্কুলগুলো শিক্ষার্থীদের জন্য খুলে দেওয়া হবে।’

জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. এমারত হোসেন মিয়া বলেন, ‘জেলার জাজিরা একটি ও নড়িয়া উপজেলার দুটি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ বন্যার পানিতে তলিয়ে গেছে। আশা করা যায়, ১২ তারিখের মধ্যে পানি কমে যাবে। আমাদের সম্পূর্ণ স্কুল খোলার প্রস্তুতি রয়েছে।’

বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) সরেজমিনে গেয়ে দেখা গেছে, জাজিরা, নড়িয়া ভেদরগঞ্জ উপজেলায় বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের মাঠে বন্যার পানি উঠেছে। ভেদরগঞ্জ কাঁচিকাটা ইউনিয়নের মাথা ভাঙা প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ও আশেপাশ পানিতে প্লাবিত।

ভেদরগঞ্জ কাঁচিকাটা মাথা ভাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নাছিম ইকবাল বলেন, ‘স্কুলের চারদিকে পানি। পানি না কমলে ক্লাশ করানো সম্ভব হবে না।’

নড়িয়ার ঈশ্বরকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান বলেন, ‘স্কুল মাঠে পানি জমেছিল। এখন পানি কমে যাচ্ছে।’

জাজিরা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাস্টার রফিকুল ইসলাম বলেন, ‘আমার উপজেলার কাজিয়ারচর ছমির উদ্দিন উচ্চ বিদ্যালয় ও কাজিয়ারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে পানি উঠেছে। পানি না কমলে শিক্ষার্থীরা কিভাবে ক্লাস করবে।’

জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মাদ আশরাফুজ্জামান ভূঁইয়া বলেন, ‘আমি উপজেলা শিক্ষা কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি। তারা জানান, বিদ্যালয়ের মাঠে পানি উঠেছিল, এখন নেমে যাচ্ছে। পানি কমতে থাকলে আগামী ১২ সেপ্টেম্বর স্কুলে ক্লাস করা সম্ভব হবে। এছাড়া আমি কয়েকটি স্কুল পরিদর্শন করেছি।’

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ