29 C
আবহাওয়া
৩:২৫ পূর্বাহ্ণ - আগস্ট ১৩, ২০২৫
Bnanews24.com
Home » এনসিপি’র সারোয়ার তুষার নীলা ইস্রাফিলের স্বামী!

এনসিপি’র সারোয়ার তুষার নীলা ইস্রাফিলের স্বামী!


বিএনএ, ঢাকা: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক নেত্রী নীলা ইস্রাফিল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি থাকা অবস্থায় তার অনুমতি ছাড়াই ভর্তি স্লিপে স্বামীর নামের জায়গায় দলটির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারের নাম বসানো হয়। এ ঘটনাকে জালিয়াতি ও মানবাধিকার লঙ্ঘন বলে দাবি করেছেন এই নেত্রী। গত ৯ আগস্ট নিজের ফেসবুক পোস্টে রোগীর একটি ভর্তি ফরম যুক্ত করে নীলা এ দাবি করেন।

YouTube player

এনসিপির এই সাবেক নেত্রী ঢাকা মেডিকেলের গত বছরের ২৯ নভেম্বরের একটি ভর্তি স্নিপ ফেসবুকে যুক্ত করে লিখেছেন ‘আমি নীলা ইস্রাফিল। ওইদিন আমি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ছিলাম, সম্পূর্ণ অজ্ঞান অবস্থায়। আমার নিজের নাম, পরিচয়, জীবনের সিদ্ধান্ত সবকিছুর ওপর তখন আমার কোনো নিয়ন্ত্রণ ছিল না। আর ঠিক সেই সুযোগেই সারোয়ার তুষার আমার স্বামীর নামের জায়গায় নিজের নাম বসিয়ে দিয়েছে। এটা কোনো “ভুল” নয়, এটা আইনগতভাবে জালিয়াতি। বাংলাদেশ দণ্ডবিধির ৪৬৮ ও ৪৭১ ধারায় স্পষ্টভাবে বলা আছে, প্রমাণ হিসেবে ব্যবহারযোগ্য নথি মিথ্যা তথ্য দিয়ে তৈরি করা এবং তা ব্যবহার করা শাস্তিযোগ্য অপরাধ।

দায়ী ব্যক্তির বিরুদ্ধে আইনের সর্বোচ্চ ব্যবস্থা প্রকৃত তথ্য পুনঃস্থাপন করার দাবি জানিয়ে আলোচিত-সমালোচিত সাবেক এনসিপি নেত্রী বলেন, রোগীর অসহায় অবস্থার সুযোগ নিয়ে যারা এমন অপরাধ করে, তাদের বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগ করা হোক। এটা শুধু আমার লড়াই নয়, এটা প্রতিটি মানুষের নিজের পরিচয়, মর্যাদা এবং অধিকারের জন্য লড়াই।’

এ দিকে এনসিপি যুগ্ম আহবায়ক নীলার বিরুদ্ধে মিথ্যাচারিতার অভিযোগে এনে ফেসবুকে একটি পোষ্ট দেনসারোয়ার তুষার।

তিনি লেখেন, নীলা ইস্রাফিল মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে আমাদের অফিসে এসেছিলেন। আমরা পুলিশ ডেকেছিলাম এবং তার পরিচিত মানবাধিকার অ্যাক্টিভিস্ট লেনিন ভাইকে ডেকেছিলাম। পুলিশের উপস্থিতিতে লেনিন ভাইসহ তাকে আমরা হাসপাতালে ভর্তি করি।

তুষার আরও লেখেন, ভর্তি ফরমে কী লেখা হচ্ছে তা তখন খেয়াল করি নাই। সেই সুযোগ ছিল না। ফরম ইন্টার্ন ডাক্তাররাই পূরণ করেছেন। এখন দেখা যাচ্ছে এটা সোশ্যাল মিডিয়ায় উদ্দেশ্যপ্রণোদিতভাবে সার্কুলেট করা হচ্ছে।

তুষার সরোয়ার লেখেন, হাসপাতালে পেশেন্ট যখন আপনি ভর্তি করবেন তখন পিতা বা স্বামীর নাম না জানলে  তখন C/O লিখে যে ভর্তি করেছে তার নাম লেখা হয়। এটা হাসপাতালে ভর্তির এক অতি সাধারণ রীতি। স্বামী/পিতার ক্ষেত্রে উপরে টিক চিহ্ন দেওয়ার রেওয়াজ। এসব প্রতারণা ও বাটপারি বন্ধ করতে হবে।

তুষারের এই পোস্টের পরপরই লাইভে আসেন এই সময়ের আলোচিত-সমালোচিত মডেল ও সাবেক এনসিপি নেত্রী নীলা ইসরাফিল।  তিনি বলেন, তুষারকে তার কাছে ক্ষমা চাইতে হবে। অন্যথায় তার কাছে থাকা তুষারের ভিডিওগুলো ফাঁস করে দেয়া হবে।

বিএনএ/ সৈয়দ সাকিব

 

Loading


শিরোনাম বিএনএ