বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর হাজারী গলির এক স্বর্ণ ব্যবসায়ীর ১৪টি স্বর্ণের বার ছিনতাইয়ের ঘটনায় ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৮ আগস্ট) রাতে ব্রাহ্মণবাড়িয়া এবং চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- জয়ন্ত বণিক, প্রবীর বণিক, আব্দুর রউফ, মো. মাঈনুদ্দীন হাসান তুষার ও শ্রাবণী বণিক।
বুধবার (৯ আগস্ট) কোতোয়ালি থানার উপপরিদর্শক মোমিনুল হাসান জানান, গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে ৬টি স্বর্ণের বার এবং স্বর্ণের বার বিক্রির ৬ লাখ ৩০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
তিনি জানান, গত ৬ আগস্ট হাজারী গলির বনলতা কাটিং সেন্টার নামের স্বর্ণালংকার তৈরি কারখানার ব্যবস্থাপক কনক ধর ১৪টি স্বর্ণের বার নিয়ে গরীবউল্লাহ শাহ মাজার এলাকায় যাচ্ছিলেন। পথে হাজারী গলির মুখে ছিনতাইকারীরা তার কাছ থেকে স্বর্ণের বারগুলো কেড়ে নেন। এ ঘটনায় কনক ধর বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন।
বিএনএনিউজ/বিএম