32 C
আবহাওয়া
১১:০৮ অপরাহ্ণ - সেপ্টেম্বর ১৯, ২০২৪
Bnanews24.com
Home » ববি ভর্তিতে মোট আবেদন ১৯ হাজার ১১৭

ববি ভর্তিতে মোট আবেদন ১৯ হাজার ১১৭


বিএনএ, ববি: গুচ্ছভুক্ত ২০২২-২৩ শিক্ষাবর্ষের আবেদন শেষ হয়েছে৷ এতে বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ভর্তির জন্য মোট আবেদন করেছেন ১৯ হাজার ১১৭ জন ভর্তিচ্ছু। এবং প্রতি আসনের বিপরীতে আবেদন পড়েছে ১৩ টি। এর মধ্যে বিজ্ঞান বিভাগে আসনপ্রতি প্রায় ১৪ জন এবং মানবিক ও বাণিজ্য বিভাগে প্রায় ১২ জন লড়বেন।

সোমবার (১০ জুলাই) টেকনিক্যাল কমিটির সদস্য ও সহযোগী অধ্যাপক রাহাত হুসাইন ফয়সাল বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ববিতে মোট আবেদন করেছেন ১৯ হাজার ১১৭ জন ভর্তিচ্ছু। এর মধ্যে এ ইউনিটে আবেদন পড়েছে ৮ হাজার ২৩১টি, বি ইউনিটে আবেদন পড়েছে ৭ হাজার ৪০১টি এবং সি ইউনিটে আবেদন করেছেন ৩ হাজার ৪৮৫টি।

জানা গেছে, বরিশাল বিশ্ববিদ্যালয়ে ৬ টি অনুষদের ২৫টি বিভাগে মোট ১ হাজার ৫২০টি আসন রয়েছে। এর মধ্যে বিজ্ঞান শাখার ‘এ’ ইউনিটে ৬০০টি, ‘বি’ ইউনিট তথা মানবিক শাখায় ৬২০টি এবং ‘সি’ ইউনিট অর্থাৎ বাণিজ্যের শিক্ষার্থীদের জন্য ৩০০টি আসন বরাদ্দ রয়েছে।

প্রসঙ্গত, গত ২০ জুন শুরু হয়ে ২৭ জুন গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তির আবেদন ও বিষয় পছন্দক্রম শেষ হয়।

বিএনএ/রবিউল, এমএফ

Loading


শিরোনাম বিএনএ