22 C
আবহাওয়া
২:৪৭ পূর্বাহ্ণ - নভেম্বর ২২, ২০২৪
Bnanews24.com
Home » চট্টগ্রামে লাখ টাকার গরুর চামড়ার দাম ১৫০ টাকা!

চট্টগ্রামে লাখ টাকার গরুর চামড়ার দাম ১৫০ টাকা!


বিএনএ, চট্টগ্রাম :চট্টগ্রামের মিরসরাই উপজেলার ১৬ ইউনিয়ন ও দুই পৌরসভায় গরুর চামড়া পানির দরে বিক্রি হচ্ছে। ১৫০-২০০ টাকার বেশি কেউ চামড়া বিক্রি করতে পারেননি।লাখ টাকার গরুর চামড়া দাম  দিচ্ছে ১৫০ টাকা। অনেকে দাম কম হওয়ায় চামড়া মাটিতে গর্ত করে পুঁতে ফেলেছেন।রোববার (১০ জুলাই) সকাল ৯টা থেকে বিকেল পর্যন্ত চামড়া সংগ্রহ করেন খুচরা ও মৌসুমি ব্যবসায়ীরা।

একসময় উপজেলার বড়তাকিয়া বাজারে চামড়ার বড় আড়ত ছিল। বিভিন্ন ইউনিয়ন থেকে মৌসুমি ব্যবসায়ীরা এখানে গরু-ছাগলের চামড়া বিক্রি করতে আসতেন। এখন দাম কম হওয়ায় আসা তো দূরের কথা, কোরবানির গরুর চামড়াকে বোঝা মনে করছেন অনেকে!

’মলিয়াইশ এলাকার কোরবানী করা এক ব্যক্তি বলেন, ‘৯৩ হাজার টাকায় কেনা গরুর চামড়া কিনতে চায় ১৫০ টাকা দিয়ে। তাও সারাদিনে মাত্র একজন চামড়া কিনতে এসেছেন। পরে বাড়ির পাশে গর্ত করে মাটিতে পুঁতে দিয়েছি।’

এ বিষয়ে চামড়া ব্যবসায়ী নুরুল আলম বলেন, ‘ট্যানারি মালিকরা সরকার কর্তৃক নির্ধারিত দাম দেন না। লবণযুক্ত মালামাল হওয়ায় উপায়হীন হয়ে তাদের কাছে ধরনা দিতে হয়। বলতে গেলে একরকম জিম্মি হয়ে ব্যবসা করতে হয়। তাছাড়া এবার লবণের দামও বেড়েছে।’

দেখা গেছে, বিকেল থেকে উপজেলার বিভিন্ন এলাকা থেকে গরুর চামড়া কিনে বাজারে বাজারে পাইকারদের কাছে বিক্রির জন্য বসেছেন খুচরা বিক্রেতারা।

এ বিষয়ে মিরসরাই চামড়া ব্যবসায়ী সমিতির সভাপতি মো. নুর উদ্দিন গণমাধ্যমকে বলেন, ‘আজ থেকে ৮-১০ বছর আগে মিরসরাই থেকে কোরবানি ঈদে কয়েক কোটি টাকার চামড়া ঢাকায় পাঠানো হতো। ট্যানারি মালিকদের কাছে আটকে থাকা পুঁজি ও মৌসুমি ব্যবসায়ীদের কারণে বর্তমানে ৬০-৭০ লাখ টাকাও হয় না।’

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ