বিএনএ, ঢাকা: কোরবানি দিতে গিয়ে ঢাকাসহ আশপাশের এলাকায় আহত হয়েছেন শতাধিক মানুষ। তারা সকাল থেকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক (আরএস) ডা. আলাউদ্দিন। তাদের প্রায় সবাই প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন বলে জানান তিনি।
ঢামেক সূত্রে জানা যায়, আহতদের বেশিরভাগই মৌসুমি কসাইয়ের কাজ করতে গিয়ে হতাহত হয়েছে। এছাড়া কোরবানির কাজে সহযোগিতা করতে গিয়ে কারও আঙুল কেটেছে, কোরবানি দেওয়ার সময় গরুর আঘাতে আহত হয়েছেন অনেকে।
বিএনএ/ওজি