বিএনএ নেত্রকোণা : বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ নেত্রকোণা জেলা কমান্ডের পক্ষ হতে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান করা হয়েছে।
শনিবার (১০জুন) বিকেলে শহরের পাবলিক হলে আয়োজিত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই সম্মাননা প্রদান করা হয়। জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।
পরে নেত্রকোণা জেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সভাপতি অধ্যাপক ওমর ফারুকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রইছ মোহাম্মদ হাবিব খান মুক্তির সঞ্চালনায় অনুষ্ঠানে সেক্টর কমান্ডারস্ ফোরাম মুক্তিযুদ্ধ’৭১, নেত্রকোনা জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ শামছুজ্জোহা প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান প্রশান্ত কুমার রায়, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ সোলায়মান মিয়া, জেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক আবুল মনসুর আহমেদ, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের প্রতিষ্ঠাতা মহা-সচিব মোঃ শফিকুল ইসলাম বাবু।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন খান, বীর মুক্তিযোদ্ধা জহিরুল হক হীরা, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম হিমেল, বীর মুক্তিযোদ্ধা জামিল আনসারী, বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমান বীর প্রতিক, বীর মুক্তিযোদ্ধা এখলাছ আহমেদ কোরেশী, বীর মুক্তিযোদ্ধা আজগর আলী পন্নী, বীর মুক্তিযোদ্ধা মোঃ আইয়ুব আলী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ, বীর মুক্তিযোদ্ধা সাজ্জাদুর রহমান, বীর মুক্তিযোদ্ধা কাজী শাহ্জাহান, ওয়্যারলেস অপারেটর মোঃ শাহজাহান, জেলা আওয়ামীলীগের সাবেক প্রচার সম্পাদক সাবেক চেয়ারম্যান জিল্লুর রহমান নোমান, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক টিটু দত্ত রায়, সদর উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক মাসুদুর রহমান ফকির, জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট ব্যোমকেশ ভট্টাচার্য, জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক সৈয়দা সামছুন্নাহার বিউটী, সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা সুভাষ রঞ্জন দত্ত, নেত্রকোনা জেলা ঘাতক দালাল নিমূল কমিটির সভাপতি কেশব রঞ্জন সরকার ও যুগ্ম আহবায়ক এস বি খান শাহীন প্রমুখ।
অনুষ্ঠানে প্রায় দুই শতাধিক বীর মুক্তিযোদ্ধাকে ক্রেস্ট ও ফুল দিয়ে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।
বিএনএ/ ফেরদৌস আহমাদ বাবুল,ওজি