বিএনএ, ঢাকা : শুক্রবার থেকে বন্ধ থাকবে রাজশাহীগামী সব যাত্রীবাহী ট্রেন চলাচল। বৃহস্পতিবার (১০ জুন) রাতে বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) সরদার সাহাদাত আলী।
তিনি বলেন, করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় রাজশাহীতে লকডাউন ঘোষণা করা হয়েছে। সরকারি এ সিদ্ধান্তের ধারাবাহিকতায় আগামী তিন দিনের জন্য ঢাকা থেকে রাজশাহীগামী সব ধরনের যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ থাকবে। যা কার্যকর হবে শুক্রবার সকাল থেকে।
প্রাথমিকভাবে তিন দিন ট্রেন চলাচল বন্ধ থাকবে জানিয়ে এই ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ট্রেন চলাচল বন্ধের সময়সীমা বাড়ানো হতে পারে কিনা সে বিষয়ে পরবর্তীতে বিবেচনা করা হবে।
বিএনএনিউজ/ এইচ.এম।