বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় আম পাড়তে গিয়ে মুহাম্মদ মেজবাহ চৌধুরী (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত মেজবাহ চৌধুরী আব্দুল্লাহর ছেলে। তিনি কাজিরহাট বাজারের একটি কাপড়ের দোকানে চাকরি করতো।
বুধবার (১০ মে) দুপুর দেড়টার দিকে ভুজপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আজিমপুর চৌধুরী বাড়িতে এ ঘটনা ঘটে।
ভুজপুর ইউপির ৫ নম্বর ও ৯ নম্বর ওয়ার্ডের সদস্য মুহাম্মদ লোকমান ও মুহাম্মদ মোসলেম জানান, নিহত মেজবাহ তার বসতঘরের অদূরে একটি সীমানা প্রাচীর টপকে গাছে ওঠে আম পাড়ে। আম পেড়ে ওই দেয়ালে নামে, দেয়াল থেকে লাফ দিয়ে মাটিতে নামতে গিয়ে অসাবধানতায় পরনের কাপড় আটকে যায়। এরপর ছিটকে পড়ে একটি বাঁশের খুঁটির ওপর। এতে পায়ুপথে বাঁশের উপরিভাগের কিছু অংশ ঢুকে প্রচুর রক্তক্ষরণ হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত কাজিরহাট বাজারের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
উল্লেখ্য, দুই বছর আগে তার এক ছোটভাই পানিতে পড়ে মারা যায়। দুরন্তপনা মেজবাহ’র মৃত্যুতে বাড়িতে চলছে শোকের মাতম।
বিএনএনিউজ/বিএম