24 C
আবহাওয়া
৫:৩৭ অপরাহ্ণ - জানুয়ারি ১০, ২০২৫
Bnanews24.com
Home » কক্সবাজারে বন্ধুর ছুরিকাঘাতে যুবক খুন

কক্সবাজারে বন্ধুর ছুরিকাঘাতে যুবক খুন

ছুরিকাঘাতে স্কুলছাত্র নিহত

বিএনএ, কক্সবাজার : কক্সবাজারে কথা কাটাকাটির জেরে মোহাম্মদ আরিফ (২২) নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে।মঙ্গলবার (৯মে) বিকাল সাড়ে তিনটার দিকে শহরের দক্ষিণ টেকপাড়া কালুর দোকান কচ্ছপিয়া পুকুর এলাকায় এই ঘটনা ঘটে। তবে, এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।

নিহত যুবক রামু খালিয়াছড়া, জোয়ারিনালা এলাকার আব্দুল মোতালেবের পুত্র।

অভিযোগ উঠেছে নিহত যুবকের বন্ধু মেহেদীর বিরুদ্ধে।

বিষয়টি নিশ্চিত করেন, কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম।

তিনি জানান, নিহত আরিফকে যে  ছুরিকাঘাত  করেছে সে তার  বন্ধু। কিছুদিন আগে ও তাদের দুইজনের মধ্যে ঝগড়া হয়। এই ঝগড়া নিয়ে মঙ্গলবার আবারও দুই বন্ধুর মধ্যে বাকবিতন্ডা হয়। এসময় এক পর্যায়ে তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় মেহেদী। পরে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করলে নেওয়ার পথে রাত সাড়ে ৯টার দিকে তার মৃত্যু হয়।

এই ঘটনা জড়িতের আটকের চেষ্টা চলছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

বিএনএনিউজ/ এইচ এম ফরিদুল আলম শাহীন /এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ