21 C
আবহাওয়া
১০:৪২ অপরাহ্ণ - ডিসেম্বর ২৪, ২০২৪
Bnanews24.com
Home » চট্টগ্রামে ছুরিকাঘাতে আহত যুবকের মৃত্যু

চট্টগ্রামে ছুরিকাঘাতে আহত যুবকের মৃত্যু

খুন

বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রামে ছুরিকাঘাতে আহত যুবক মো. সরোয়ার আলম জনির (২৮) মৃত্যু হয়েছে। শনিবার ( ৮ মে) রাত সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে তার মৃত্যু হয়। নিহত সরোয়ার আলম জনি হালিশহর থানার রামপুর ওয়ার্ডের সবুজবাগ আবাসিক এলাকার নুর আলমের ছেলে।

হালিশহর থানার পরিদর্শক-তদন্ত মোহাম্মদ আল মামুন জানান, স্থানীয় কয়েকজন যুবকের ঝগড়া থামাতে গেলে গত ৪ মে রাতে সরোয়ারকে ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে চমেক হাসাপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৮ মে রাত সাড়ে ১০টার দিকে তার মৃত্যু হয়।

এর আগে ৬ মে এ ঘটনায় সরোয়ারের বাবা ৮-১০ জনের নাম উল্লেখ করে থানায় মামলা করেন। এ ঘটনায় জড়িত একজনকে গ্রেফতার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।

বিএনএনিউজ২৪/আমিন

Loading


শিরোনাম বিএনএ