25 C
আবহাওয়া
১১:৫২ অপরাহ্ণ - এপ্রিল ১৮, ২০২৫
Bnanews24.com
Home » স্বর্ণের সেই জিলাপির অর্ডার বন্ধ

স্বর্ণের সেই জিলাপির অর্ডার বন্ধ


বিএনএ, ঢাকা: স্বর্ণ দিয়ে মোড়ানো ২০ হাজার টাকা কেজি সেই জিলাপির অর্ডারে নেয়া বন্ধ করে দিয়েছে রাজধানীর পাঁচ তারকা হোটেল ইন্টারকন্টিনেন্টাল। সোমবার (১০ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকার ফেসবুক পেজে জানানো হয়, “গোল্ড জিলাপি সোল্ড আউট”। অর্থাৎ,স্বর্ণের প্রলেপ দেওয়া জিলাপির বিক্রি শেষ হয়েছে।

জানা গেছে, জিলাপি বানানোর জন্য আনা উপকরণ (খাওয়ার উপযোগী স্বর্ণ) শেষ হয়ে গেছে। তাই নতুন অর্ডার নেওয়া হচ্ছে না।

পবিত্র রমজান ঘিরে স্বর্ণের পাতলা আবরণ দিয়ে মোড়ানো জিলাপি বিক্রির উদ্যোগ নেয় হোটেল ইন্টারকন্টিনেন্টাল কর্তৃপক্ষ। হোটেল কর্মকর্তারা আগে জানান, প্রতি কেজি জিলাপিতে ২৪ ক্যারেটের খাওয়ার উপযোগী স্বর্ণের ২০ থেকে ২২টি লিফ বা অংশ থাকবে।

স্বর্ণ দিয়ে অলংকার তৈরি করা হলেও খাওয়ার উপযোগী স্বর্ণও রয়েছে। জিলাপিতে সেই স্বর্ণ-ই ব্যবহার করা হয়েছিল।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ