20 C
আবহাওয়া
১১:৪২ পূর্বাহ্ণ - নভেম্বর ২৮, ২০২৪
Bnanews24.com
Home » পদত্যাগ করতে যাচ্ছেন ইমরান খানের দলের সদস্যরা

পদত্যাগ করতে যাচ্ছেন ইমরান খানের দলের সদস্যরা


বিএনএ বিশ্বডেস্ক :পাকিস্তানের সদ্য সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দলের সদস্যরা সংসদ থেকে সোমবার (১১ এপ্রিল) পদত্যাগ করতে পারেন।  এর আগে বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাবে হেরে যান ইমরান। প্রধানমন্ত্রী হিসেবে বিরোধী নেতা শাহবাজ শরিফের মনোনয়নপত্র গ্রহণ করায় এ সিদ্ধান্ত আরও জোরালো হয়েছে। কারণ এর আগে তার ব্যাপারে আপত্তি জানিয়েছিল পিটিআই। তবে জাতীয় পরিষদের সচিবালয় সে আপত্তি আমলে না নিয়ে মনোনয়নপত্র গ্রহণ করেছে।

এর আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী পদে ইমরান খানের রাজনৈতিক দল পিটিআইয়ের ভাইস-চেয়ারম্যান শাহ মুহাম্মদ কুরেশি ও বিরোধী নেতা হিসেবে পরিচিত অর্থাৎ পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের (পিএমএল-এন) শাহবাজ শরিফ জাতীয় পরিষদের সচিবালয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

ইমরান খান অনাস্থা ভোটে হেরে যাওয়ার পর পাকিস্তানের নিম্নকক্ষ জাতীয় পরিষদে নতুন প্রধানমন্ত্রী নির্বাচনে ভোট হতে যাচ্ছে সোমবার (১১ এপ্রিল)। দেশটির ভারপ্রাপ্ত স্পিকার বিষয়টি নিশ্চিত করেছেন।

পাকিস্তানের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ২০২৩ সালের আগস্টে। কিন্তু তার আগেই ক্ষমতা ছাড়তে হলো প্রধানমন্ত্রী ইমরান খানকে। পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) নেতৃত্বাধীন জোট সরকারের পতন হলো মেয়াদ পূর্ণ করার আগেই।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ