22 C
আবহাওয়া
১০:৪১ পূর্বাহ্ণ - নভেম্বর ২৯, ২০২৪
Bnanews24.com
Home » ‘স্লিপ অ্যাপনিয়ায় আক্রান্ত বেশি শহুরে; চিকিৎসার বাইরে ৯০ ভাগ’

‘স্লিপ অ্যাপনিয়ায় আক্রান্ত বেশি শহুরে; চিকিৎসার বাইরে ৯০ ভাগ’

'স্লিপ অ্যাপনিয়া রোগীর ৯০ ভাগ চিকিৎসার বাইরে'

বিএনএ, ঢাকা: বাংলাদেশে শহরের জনসংখ্যার ৪.৪৯ শতাংশ পুরুষ আর ২.১৪ শতাংশ নারী অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া রোগে আক্রান্ত। তার চেয়ে ভয়াবহ খবর আক্রান্তদের মধ্যে প্রায় ৯০ শতাংশ রোগীই চিকিৎসার বাইরে, ফলে বেড়ে যাচ্ছে তাদের মৃত্যু ঝুঁকি।

রবিবার (১০ এপ্রিল) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে নীরব ঘাতক রোগ ‘অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া’ শীর্ষক সেমিনারে এ তথ্য জানানো হয়।

সেমিনারে বক্তারা বলেন, ঘুমের মধ্যে কিছু সময়ের জন্য শ্বাস-প্রশ্বাস বন্ধ হয়ে যাওয়াকে বলা হয় স্লিপ অ্যাপনিয়া। চিকিৎসকরা মনে করেন, এ রোগ মানুষের জন্য একটি নীরব ঘাতক। এতে ঘুমের মধ্যে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে।

সেমিনারে বক্তারা জানান, যুক্তরাষ্ট্রে ২ শতাংশ নারী ও ৪ শতাংশ পুরুষ এ রোগে আক্রান্ত। সেখানে  বাংলাদেশে শহুরে জনসংখ্যার ৪.৪৯ শতাংশ পুরুষ ও ২.১৪ শতাংশ নারী ‘অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া’ রোগে আক্রান্ত।

সেমিনারে বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেন, যাদের নাক ডাকার সমস্যা, যাদের ঠিক মতো ঘুম হয় না, যাদের শরীর স্থূলাকার তারা এ ধরনের রোগে আক্রান্ত হয়ে থাকতে পারেন। এ রোগের চিকিৎসা রয়েছে। ক্ষেত্র বিশেষে সার্জারির প্রয়োজন হয়।

ডা. শারফুদ্দিন আহমেদ বলেন, স্লিপ অ্যাপনিয়া রোগ সম্পর্কে মানুষ জানে না। তাদের এ রোগ সম্পর্কে সচেতন করতে হবে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে এ রোগের পূর্ণাঙ্গ চিকিৎসা হয়। এ ধরনের লক্ষণ দেখা দিলেই বিএসএমএমইউতে চিকিৎসা নেয়ার পরামর্শ দেন তিনি।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন বলেন, আমাদের দেশে এই রোগ সম্পর্কে চিকিৎসক ও রোগীদের মধ্যে আরও সচেতনতার প্রয়োজন রয়েছে। জানান, বিএসএমএমইউতে দুটি স্লিপ ল্যাব রয়েছে। গত পাঁচ বছর এখান থেকে স্লিপ অ্যাপনিয়া রোগীদের চিকিৎসা দেয়া হচ্ছে।

সেমিনারে বিভিন্ন বিভাগের অধ্যাপক ও চিকিৎসকরা অংশগ্রহণ করেন।

বিএনএ/ এ আর

Loading


শিরোনাম বিএনএ